নিউজ

Aadhaar Update: বাতিল হয়ে যেতে পারে আধার কার্ড, সময় থাকতেই সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজ

Advertisement
Advertisement

ভারতীয় নাগরিকদের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র আধার কার্ড (Aadhaar Card)। বিভিন্ন সরকারি কাজে তো বটেই, বেসরকারি কাজেও এখন প্রয়োজন পড়ে আধার কার্ডের। তাই আধার কার্ডে যাতে সমস্ত তথ্য ঠিক থাকে সেই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আধার আপডেটের প্রয়োজন পড়ে। UIDAI সম্প্রতি আধার কার্ড আপডেটের শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে আগামী ১৪ জুন ২০২৪ পর্যন্ত। এর মধ্যে পরিচয়ের প্রমাণ পত্র এবং ঠিকানার প্রমাণ পত্র আপডেট করলে তা করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ সাধারণ মানুষের কাছে আর আগামী দেড় মাস সময় রয়েছে বিনামূল্যে আধার আপডেটের জন্য।

Advertisement
Advertisement

সিস্টেম আপডেটেড রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর আধার আপডেট করা জরুরি। প্রতিটি ভারতীয় নাগরিককে আধার কার্ড বানানোর জন্য অনুরোধ করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। উপরন্তু যাতে আধার সংক্রান্ত জালিয়াতির ঘটনা কমে তাই আধার আপডেট করা জরুরি। যাদের আধার কার্ড তৈরি হওয়ার পর দশ বছর কেটে গিয়েছে, তাদেরই আধার আপডেট করার সবথেকে বেশি প্রয়োজন। শিশুদের ক্ষেত্রে ৫ এবং ১৫ বছর বয়সে ব্লু আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করাটাও জরুরি।

Advertisement

অনলাইনে নাম, জন্ম পরিচয়, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস এর মতো তথ্য আপডেট করা যাবে। কীভাবে অনলাইনে করবেন তথ্যগুলি আপডেট, জেনে নিন। প্রথমেই uidai.gov.in এ গিয়ে পছন্দমতো ভাষা নির্বাচন করে নিন। এরপর ক্লিক করুন মাই আধার ট্যাবে, তারপর ড্রপ ডাউন মেনু থেকে ক্লিক করুন আপডেট ইওর আধার অপশনে। আপডেট আধার ডিটেলস (অনলাইন) পেজে রিডায়রেক্ট করা হবে। এবার ক্লিক করুন ডকুমেন্ট আপডেট এ। UID এবং ক্যাপচা দিলে একটি ওটিপি আসবে মোবাইল নম্বরে। ওটিপি দিয়ে লগইন করতে হবে। এবার সমস্ত তথ্য সঠিক ভাবে ফিলআপ করে সাবমিট করুন। সঙ্গে জরুরি নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। এরপর সাবমিট আপডেট রিকোয়েস্ট ক্লিক করলেই হয়ে যাবে।

Advertisement
Advertisement

নিকটবর্তী আধার নথিভুক্তিকরণ কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক তথ্য আপডেট করা যাবে। কেন্দ্রে গিয়ে নির্দেশ মতো জরুরি বায়োমেট্রিক তথ্য দিতে হবে। সঙ্গে জরুরি কোনো নথিপত্র জমা করতে হতে পারে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভোটার আইডির মতো নথিপত্র প্রয়োজন পড়তে পারে।

Related Articles

Back to top button