টলিউডভাইরাল & ভিডিও

ভালোবাসার মানুষকে ডেকে এই কাজটি করলো শ্রাবন্তি, তাহলে কি আবার নতুন প্রেম?

Advertisement

মাত্র কয়েক মাস আগেই সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। ব্যবসায়ী রোশন সিংএর সঙ্গেই বিয়ের পর দিব্যি সুখে রয়েছেন তাঁরা। চুটিয়ে সংসার করছেন শ্রাবন্তী ও রোশন দুজনেই। আজ অভিনেত্রী শ্রাবন্তীর জন্মদিন, তবে এ দিন তাঁর স্বামীর জন্মদিন। অর্থাত্ দুই লাভ বার্ডের জন্মদিন একই দিনে। তাই স্পেশাল দিন ভোটেই তার উপরে আবার বিয়ের পর এই প্রথম দুজনের জন্মদিন। তাই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে রাখতে ইতিমধ্যেই সেলিব্রেট করা শুরু করে দিয়েছেন তাঁরা।

 

সোমবার অর্থাত্ 12 আগস্ট একটি ফ্যান ক্লাবে গিয়ে নিজের বার্থ ডে সেলিব্রেট করলেন রোশন ও শ্রাবন্তী। আর সেই ছবি সংবাদ মাধ্যমে শেয়ার করলেন। স্বামী রোশন সিংকে জড়িয়ে ধরে ছবি শেয়ার করতে দেখা গেল শ্রাবন্তীকে। টুইটারে সেই ছবি দেখেই ভক্তদের মধ্যে তুমুল উচ্ছ্বাস। তার পর রাত বারোটা বাজতে না বাজতেই টলিউড তারকা থেকে ফ্যানেদের শুভেচ্ছা বার্তায় ভরে গেল শ্রাবন্তীর সামাজিক মাধ্যম।

Related Articles

Back to top button