রাজ্যের পরিস্থিতি ভয়াবহ, বন্যায় ভেসে গিয়েছে কর্ণাটক। বন্যা এবং বৃষ্টির কারণে কর্ণাটকের ১৭ টি জেলার ছিয়াশিটি তালুকের মোট ২,৬৯৪ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। এই পর্যন্ত মোট ৫,৮১,৮৯৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১,১৮১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ৩,৩২,৬২৯ জন আশ্রয় নিয়েছে। রাজ্য সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪২ এবং নিখোঁজ ১২ জন।
১২ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্যায় বিধ্বস্ত কর্ণাটকের অন্তর্বর্তীকালীন ত্রাণ হিসাবে পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার এবং এটিকে “জাতীয় বিপর্যয়” হিসাবে ঘোষণা করার অনুরোধ করেছেন। মোদীর উদ্দেশ্যে চিঠিতে তিনি বলেছেন যে তাঁর ছয় দশকের রাজনৈতিক কেরিয়ারে এমন মানবজীবন ও সম্পদ উভয়েরই এত ক্ষতি তিনি কোনোদিনও দেখেননি। এই বিষয়ে নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন। তবে কত টাকা দেওয়া হবে তা এখনও জানান নি।