ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

শেষ সময় ২৮ ফেব্রুয়ারি, এই কাজ না করলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ

Advertisement
Advertisement

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থাকে তাহলে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে যদি KYC না করেন তবে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি। স্টেট ব্যাঙ্কের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে যদি KYC কমপ্লিট না করা হয় তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপাতত ব্লক করে দেওয়া হবে। KYC করে নিলে আবার খুলে দেওয়া হবে অ্যাকাউন্টগুলি।

Advertisement
Advertisement

ব্যাঙ্কের তরফে জানা যাচ্ছে যে, তারা প্রত্যেক গ্রাহককে ফোনে মেসেজ করেছেন এমনকি ইমেল-ও করেছেন, যাতে গ্রাহকরা যত শীঘ্র সম্ভব তাদের KYC কমপ্লিট করিয়ে নেন। তাই আপনি যদি এরকম কোন মেসেজ বা মেল পেয়ে থাকেন স্টেট ব্যাঙ্কের তরফে, তাহলে এড়িয়ে না গিয়ে KYC করে নিন।

Advertisement

আরও পড়ুন : ফের নোটবন্দি, আগামী পয়লা মার্চ থেকে মিলবে না ২০০০ টাকার নোট

Advertisement
Advertisement

টুইটারে এক গ্রাহকের প্রশ্নের উত্তরে এসবিআই এর তরফে জানানো হয়, যেসকল গ্রাহকের KYC করা নেই তাদের KYC কমপ্লিট না করা পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক করে হবে ২৮ ফেব্রুয়ারির পর থেকে। কিভাবে KYC আপডেট করবেন জেনে নিন:

যেসকল গ্রাহক ব্যাঙ্কের তরফে এই মেসেজ বা মেল পেয়েছেন তারা নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে যেকোনো একটি আইডি প্রুফ, যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা এমনই কোনো আইডি প্রুফের একটি অনুলিপি সরবরাহ করতে হবে। এসবিআই নেট ব্যাঙ্কিং ব্যবহারকারীরা তাদের KYC অনলাইনেও করতে পারেন। তাদের এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লগ ইন করতে হবে এবং কয়েক মিনিটের মধ্যে প্রয়োজনীয় KYC আপডেট হয়ে যাবে।

Advertisement

Related Articles

Back to top button