দেশনিউজ

Weather Update: প্রবল হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে কাঁপবে বাংলা, জারি হয়েছে অ্যালার্ট

বৃষ্টির সম্ভাবনা প্রবলভাবে বাড়বে আগামী কয়েকদিন

Advertisement
Advertisement

ভারতের আবহাওয়ার আবারো বিরাট পরিবর্তন। IMD অনুসারে, ভারতের নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে অসম এবং উত্তর পূর্ব ভারতে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। ১৪ মার্চ পর্যন্ত এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ, সিকিম, এবং উত্তর পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে IMD। এছাড়াও উত্তর পূর্ব ভারতে একটা বড়ো অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা আছে আগামী ১৫ মার্চ। এছাড়াও ১৫ মার্চ তারিখে অরুণাচল প্রদেশেও শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Advertisement
Advertisement

অন্যদিকে, পশ্চিমবঙ্গের কয়টি জেলায় শুধুমাত্র বৃষ্টি নয় শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের জন্য জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। দক্ষিণবঙ্গের কয়টি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, ব্যাপকভাবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Advertisement

Advertisement
Advertisement

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে মোট ১২ থেকে ১৪ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর কারণে গরম চরম মাত্রায় পৌঁছানোর আগেই বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গে। সোমবার থেকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত শুরু হবে। ১৩ ও ১৪ মার্চ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নদিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

অপরদিকে, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ এই পাঁচটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। এছাড়া ১৫ ও ১৭ মার্চের ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, বিহার, ওড়িশায় বজ্রপাত, বজ্রপাত এবং দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button