নিউজদেশ

Indian Railways Recruitment: মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, জেনে নিন কীভাবে করবেন আবেদন

Advertisement
Advertisement

দেশের কর্মহীন যুবক যুবতীদের জন্য এলো এক সুবর্ণ সুযোগ। কর্মী নিয়োগ প্রক্রিয়া (Recruitment) শুরু হতে চলেছে ভারতীয় রেলে। নর্দার্ন রিজিয়নে স্পোর্টস কোটায় গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হতে চলেছে। এই মর্মে ভারতীয় রেলের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। শুধুমাত্র মাধ্যমিক পাশেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। এ বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

Advertisement
Advertisement

স্পোর্টস কোটায় চলছে কর্মী নিয়োগ। ফুটবল মেন, ওয়েট লিফটিং মেন, অ্যাথলেটিক্স ওমেন, অ্যাথলেটিক্স মেন, বক্সিং মেন, বক্সিং ওমেন, (সুইমিং মেন) অ্যাকোয়াটিক্স, টেবল টেনিস মেন, হকি মেন, হকি ওমেন, ব্যাডমিন্টন মেন, কবাডি মেন, কবাডি ওমেন, রেসলিং মেন, রেসলিং ওমেন, চেস মেন এই পদগুলিতে গ্রুপ ডি তে নিয়োগ হবে। মোট ৩৮ টি শূন্যপদ রয়েছে।

Advertisement

প্রার্থীদের স্পোর্টস বা খেলাধুলোয় যোগ্যতা থাকতে হবে। বাস্কেট বল মেন, হকি মেন, হকি ওমেন, রেসলিং মেন (ফ্রি স্টাইল) এর মতো আরো কিছু খেলায় আবেদনকারী প্রার্থীদের পদক থাকা বাধ্যতামূলক। এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রার্থীদের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ১/০৭/২০২৪ এর হিসেবে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হলেই আবেদন করা যাবে এই পদগুলির জন্য। মূলত ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নিয়োগ হবে। লেভেল ১ GP ১৮০০ টাকা হিসেবে বেতন পাবেন কর্মীরা।

Advertisement
Advertisement

এই চাকরির জন্য আবেদন করতে হলে www.rrcnr.org ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন আবেদন পত্র। এরপর যে সমস্ত নথিপত্র চাওয়া হবে সেগুলির ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে ফর্ম সাবমিট করতে হবে। অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০০ টাকা দিয়ে করতে হবে আবেদন। আর অসংরক্ষিত শ্রেণি এবং মহিলাদের জন্য মূল্যটা ২৫০ টাকা। আবেদন করার শেষ তারিখ ১৬/০৫/২০২৪।

Advertisement

Related Articles

Back to top button