দেশনিউজ

করোনার সময়ের বকেয়া ১৮ মাসের DA দেবে সরকার? সংসদে স্পষ্ট উত্তর জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হারে দেওয়া হয় বর্তমানে

Advertisement
Advertisement

করোনা মহামারীর সময় সরকারের রাজকোষের অবস্থা ঠিক রাখতে একাধিক কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সময় ডিএ ছাড়াও এরিয়ার বাকি হয়েছিল ১৮ মাসের। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে এবার কি সেই মহার্ঘ ভাতা দেবে সরকার? সম্প্রতি সংসদে এই প্রসঙ্গ নিয়ে মন্তব্য করেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement
Advertisement

আসলে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে কিছুদিন আগেই। আর তাতেই প্রশ্ন করা হয়েছে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা সেই বকেয়া ১৮ মাসের মহার্ঘ ভাতা পাবেন? এই বকেয়া টাকা অদূর ভবিষ্যতে দেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা সেই নিয়েও প্রশ্ন তোলা হয়। এবার এই প্রশ্নের উত্তরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। কি জানিয়েছে তারা? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

Advertisement

সংসদে এই বিষয় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি লিখিত উত্তর দিয়েছেন। তিনি তাতে জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগিদের মহার্ঘ ভাতা ও এরিয়ারের তিন কিস্তির বকেয়া টাকা দেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই সরকারের। করোনা মহামারীর কারণে কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। সেই কারণেই মহার্ঘ ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হারে পান। বর্তমানে ২.৫৭ শতাংশ ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন দেওয়া হয়। তবে খুব শীঘ্রই এই মহার্ঘ ভাতা ৪২ শতাংশ হয়ে যেতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button