নিউজরাজ্য

পুজোর আগে ফের দুর্যোগের পূর্বাভাস, সপ্তাহজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়

বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে

Advertisement
Advertisement

নিম্নচাপের প্রভাবে রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে গত সপ্তাহ থেকেই। তবে হাওয়া অফিসের অনুমান আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বুধবার প্রবল বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই উত্তরে। ভারী বৃষ্টি হবে মূলত পার্বত্য এলাকায় যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। এছাড়া বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমে যেতে পারে।

Advertisement
Advertisement

তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার জন্য এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার জন্য দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। কলকাতায় আজ সপ্তাহের প্রথম দিনে আকাশ মেঘলা থাকবে। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা ২৮-৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকবে। আজকের সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। এছাড়া গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬০-৯৮ শতাংশ।

Advertisement

দক্ষিণবঙ্গে আজ ও কাল বৃষ্টির পরিমাণ কমবে। তবে বুধবার থেকে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আসলে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তরপ্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত হিমালয়ের পাদদেশ এলাকায় এই মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচলপ্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড ইত্যাদি রাজ্যেও।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button