বলিউডবিনোদন

Top 5 Web Series: প্রতি মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, রাতের অন্ধকারে দেখুন এই ৫ সাহসী ওয়েব সিরিজ

Advertisement
Advertisement

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দ মতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন প্রতিটি দৃশ্য। সমস্ত ওয়েব প্ল্যাটফর্মগুলি তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। আর বর্তমানের সাহসী বোল্ড প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম। সম্প্রতি উল্লুর তেমনই ৪ ওয়েব সিরিজের কথা উঠে এসেছে এই নিবন্ধের সূত্র ধরেই।

Advertisement
Advertisement

Advertisement

১) মানমানিয়া- এই সিরিজে এক পঞ্চাশ বছর বয়সী লোক তার মেয়ের বান্ধবীর প্রেমে পড়বেন। তিনি নিজের ২৫ বছরের বিবাহিত জীবনে একেবারেই সুখী ছিলেন না। নিজের মেয়ের বান্ধবী তার কাছে অভিনয়ের প্রশিক্ষণ নিতে আসেন। আর তার সাথেই ধীরে ধীরে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় তাদের মাঝে। এরপর কি হবে! কোন দিকে বাঁক নেবে গল্পের মোর! জানতে গেলে আরো একটু অপেক্ষা করতে হবে। আগামী ১’লা আগস্ট ‘উল্লু’র পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

Advertisement
Advertisement

২) চুল- চলতি মাসের ২৮ তারিখেই উল্লুর পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিরিজ। এই সিরিজে দেখানো হবে এক প্রতিবেশী বৌদির সাথেই শারিরীকভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়বে এক যুবক। প্রতিবেশী বৌদির বাড়িতে চা পাতা চাইতে এসেই সম্পর্কে জড়িয়ে পড়বে সে। শারীরিকভাবেও একে অপরের ঘনিষ্ঠ হবেন তারা। আর নিঃসন্দেহে সেইসমস্ত ঝলক নিমেষেই ঘুম ওড়াতে সক্ষম দর্শকদের।

৩) ভার্জিন সাসপেক্ট- ১৬’ই মে উল্লুর পর্দায় মুক্তি পেয়ে গিয়েছে এই সিরিজ। ইতিমধ্যেই দর্শকমহলের একাংশের মাঝে উষ্ণতা ছড়িয়েছে এই ওয়েব সিরিজ। এই সিরিজের গল্প এক যুবককে কেন্দ্র করেই এগিয়েছে। গল্প অনুযায়ী, সে একজন মেধাবী ছাত্র ছিল। যার লক্ষ্য ছিল আইআইটি। তার বাবা অধ্যাপক হওয়ায় সেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পড়াতো। পরে অবশ্য সে এক বিদেশী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল। উল্লেখ্য সে তার ক্লাসের ছাত্রী ছিল। পড়াশোনার দিক দিয়ে একেবারেই মেধাবী ছিল না মেয়েটি। একাদশ শ্রেণীতেই তিনবছর ধরে রয়ে গিয়েছিল সে। প্রেমের সূত্র ধরে বাড়িতে বাবা-মা না থাকার সুযোগে সে তার শিক্ষক অর্থাৎ ছেলেটিকে ডেকেছিল বাড়িতে। এরপরে সে খুন হয়। ছেলেটিকে ধরে নিয়ে যায় পুলিশ। ক্ষুব্ধ বাবা ছেলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। পরে নিজের উকিলকে সবটা জানায় ছেলেটি। কি হয়েছিল সেদিন! কেনই বা মেয়েটিকে মেরে ফেলল ছেলেটি? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে সিরিজটি।

৪) গাছি- এই সিরিজের গল্প চারটি বিবাহিত মহিলাকে নিয়েই এগিয়েছে। এখানে শালিনী নামের এক মহিলার বিয়ে হয় একটি গ্রামে। সেখানে রত্না, দিব্যা ও মায়ার সাথে পরিচয় হয় তার। বর্তমান সময়ে দাঁড়িয়েও এখনকার মেয়েদের উপর অত্যাচার করেন পুরুষরা। তারা সবাই মিলে তার বিরুদ্ধেই প্রতিবাদ করে ঘুরে দাঁড়ায়। সকালে চান করতে গিয়ে যখন তাদের দেখা হত, তখনই একে অপরের সাথে নিজেদের কথা ভাগ করে নিত তারা। অবশ্য এরপর যে ঠিক কি হতে চলেছে! তা জানতে দেখতে হবে সিরিজটি। উল্লেখ্য এই সিরিজে অঙ্কিতা ডেভ, রানি চ্যাটার্জী, প্রিয়া গামরের মতো অভিনেত্রীরা অভিনয় করেছেন।

Advertisement

Related Articles

Back to top button