টেক বার্তা

জলের দরে পাওয়া যাচ্ছে Honda E MTB ইলেকট্রিক সাইকেল, রেঞ্জ ১২০ কিমি

মাত্র ১৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে Honda E MTB ইলেকট্রিক সাইকেল

Advertisement
Advertisement

ইলেকট্রিক যানবাহন এখন জনপ্রিয়তার শীর্ষে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পরিবেশ দূষণের কারণে মানুষ এখন ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকে পড়ছে। ইতিমধ্যে বাজারে ইলেকট্রিক ফোর হুইলার, বাইক ও স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের চাহিদাও বেড়েছে। এই চাহিদার পূরণে বিখ্যাত জাপানি যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান হন্ডা এবার বাজারে এনেছে তাদের নতুন ইলেকট্রিক সাইকেল Honda E MTB।

Advertisement
Advertisement

Honda E MTB এই ইলেকট্রিক সাইকেলে রয়েছে ৫৮০ ওয়াটের BLCD টেকনোলজির মাউন্টেন মোটর যা সাইকেলকে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৪৫ কিলোমিটার বেগে ছুটাতে সাহায্য করে। এতে ০.৫ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা একবার চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেয়। Honda E MTB-তে বেশ কিছু আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। যার মধ্যে রয়েছে USB চার্জিং সাপোর্ট, দুর্দান্ত ব্রেকিং সিস্টেম, ফাস্ট চার্জার, রিফ্লেক্টর, হেডলাইট এবং ৬ টি রাইডিং মোড।

Advertisement

Honda E MTB-এর কম দাম এবং আধুনিক ফিচার ইলেকট্রিক সাইকেলের জনপ্রিয়তা আরও বাড়াতে সাহায্য করবে। ইলেকট্রিক সাইকেল ব্যবহারে পরিবেশ দূষণ কমবে। ইলেকট্রিক সাইকেল ব্যবহারে মানুষ স্বাস্থ্যকর উপায়ে যাতায়াত করতে পারবে। হন্ডা তাদের এই নতুন ইলেকট্রিক সাইকেলের দাম নির্ধারণ করেছে মাত্র ১৫ হাজার টাকা। Honda E MTB একটি আকর্ষণীয় এবং সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক সাইকেল যা ইলেকট্রিক যানবাহনের বাজারে নতুন মাত্রা যোগ করবে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button