জীবনযাপন

জেনে নিন বাস্তু মতে কোন ছবি কোন দেওয়ালে টাঙানো উচিত!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কমবেশী প্রত্যেকেরই বাড়িতে দেওয়ালে ছবি টাঙানোর অভ্যাস রয়েছে। কখনও নিজের পারিবারিক ছবি, কখনও প্রিয় তারকার ছবি, কখনও আবার কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি। ঘরের দেওয়ালে ছবি টাঙানোর প্রচলন অনেক আগে থেকে চলে আসছে। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, ঘরের দেওয়ালে ইচ্ছেমতো ছবি টাঙানো উচিত নয়। আগে ভালো ভাবে জানতে হবে কোন দিকে কোন ছবি টাঙানো উচিত। ভুল জায়গায় ভুল ছবির প্রভাবে জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ, অভাব, অশান্তি, দুর্ভোগ। তাই আগে জেনে নিন, বাস্তু মতে কোন ছবি কোন দেওয়ালে টাঙানো উচিত-

Advertisement
Advertisement

১. প্রাকৃতিক দৃশ্যঃ বাস্তুশাস্ত্র মতে প্রাকৃতিক দৃশ্যের যে কোনো ছবি সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম দেওয়ালে টাঙানো উচিত। কোনো পাখি বা কোনো উড়ন্ত জিনিসের ছবি টাঙান বাড়ির উত্তর-পশ্চিম দেওয়ালে।

Advertisement

২. রাধাকৃষ্ণের ছবিঃ প্রায় সকল হিন্দু বাড়িতেই রাধাকৃষ্ণের একটি ছবি অবশ্যই থাকে। তবে বাস্তুশাস্ত্র মতে রাধাকৃষ্ণের যুগল মূর্তির ছবি নিজের শোওয়ার ঘরের উত্তর বা দক্ষিণের দেওয়ালে রাখা সবচেয়ে শুভ। বাড়িতে কোনো বাচ্চা থাকলে শিশু কৃষ্ণের ছবি রাখা খুবই শুভ।

Advertisement
Advertisement

৩. উদীয়মান সূর্যঃ বাস্তুশাস্ত্র মতে উদীয়মান সূর্যের ছবি বাড়িতে রাখতে হলে সর্বদা পূর্ব দিকের দেওয়ালে টাঙাতে হয়।

৪. ধনের দেবতা কুবেরঃ বাস্তুশাস্ত্র মতে ধনের দেবতা কুবেরের ছবি টাঙানো উচিত উত্তরের দেওয়ালে। এতে কখনও অভান অনটন আসবে না জীবনে।

৫. শ্মশান, কবর ইত্যাদিঃ বাস্তুশাস্ত্র মতে শ্মশান, কবর, দুঃখ, হত্যা, বা কোনও উত্তেজক মুহূর্তের ছবি বাড়ির দেওয়ালে না টাঙানোই সবচেয়ে শুভ। কারণ এইসব ছবি বাড়িতে নেগেটিভ শক্তির বিকাশ ঘটায়।

৬. পূর্ব পুরুষঃ বাড়ির ইশান কোণে বা পূর্বদিকে, নিজের পূর্ব পুরুষের ছবি টাঙাবেন না। বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে টাঙান।

Advertisement

Related Articles

Back to top button