নিউজ

Indian Railways: আর কাটবে না নির্ঘুম রাত, দূরপাল্লার ট্রেন সফরে যাত্রীদের লাগেজ রক্ষা নিয়ে বড় আপডেট রেলের

Advertisement
Advertisement

দূরপাল্লার সফরে অধিকাংশ সময়েই অন্তত এক রাত বা দু রাত থাকতে হয় ট্রেনে (Indian Railways)। সফর কালে পরিষেবা ভালো হলে রাতের ট্রেনের অভিজ্ঞতাও যথেষ্ট সুখকর হতে পারে। কিন্তু কেবল মাত্র একটি ঘটনা আনন্দের মুহূর্তকে বদলে দিতে পারে আতঙ্কে। সেটা হল লাগেজ চুরি যাওয়া। দূরপাল্লার সফরে রাতের বেলায় এই কারণেই অনেকে দু চোখের পাতা এক করতে পারেন না। লাগেজ নিয়ে দুশ্চিন্তা থাকে কমবেশি সকলেরই। তবে রেলের তরফে এ বিষয়েও নিশ্চিন্ত করা হয়েছে যাত্রীদের।

Advertisement
Advertisement

রাতের সফরে যাত্রীরা নিশ্চিন্তে ঘুমাতে পারেন লাগেজের চিন্তা না করেই। কারণ রেলওয়ের ম্যানুয়াল অনুযায়ী, চলন্ত ট্রেনের দরজা বন্ধ করে চুরির ঘটনা এড়ানোর দায়িত্ব টিকিট পরীক্ষকের। তিনি যদি নিজের কর্তব্যে অবহেলা করেন তবে তার বিরুদ্ধে অভিযোগ জানানোরও সুযোগ পাবেন যাত্রীরা। সাধারণত রাতের ট্রেনেই লাগেজ চুরির ঘটনা বেশি দেখা যায়। যাত্রীদের মধ্যে ভয় থাকে কোনো স্টেশন থেকে কোনো বহিরাগত যাত্রী উঠে ঘুমন্ত থাকার সুযোগে লাগেজ নিয়ে যেতে পারে।

Advertisement

উল্লেখ্য, প্রিমিয়াম ট্রেন এবং এসি ক্লাসে রয়েছে দুটি গেট। কিন্তু এসব কোচে যাত্রী ওঠানামার সংখ্যা কম হওয়ায় এই সব কোচের গেট গুলি খুব বেশি খোলা হয় না। তবে স্লিপার ক্লাসে কোচগুলির গেট প্রায় প্রতিটি স্টেশনেই খোলা হয়। যাত্রীরা ওঠা নামা করে। কিন্তু রেলের ম্যানুয়াল অনুসারে, ট্রেনের গেট খোলা বন্ধ করার দায়িত্ব টিটির।

Advertisement
Advertisement

স্টেশনে ট্রেন ঢুকলে কামরার গেট খোলার দায়িত্ব টিকিট পরীক্ষকের। যে দিকে প্ল্যাটফর্ম শুধুমাত্র সেই দিকের গেটই টিটি খুলতে পারবেন। উলটো দিকের গেট বন্ধই থাকবে যাতে উলটো দিক থেকে কেউ উঠে পড়তে না পারে। আবার ট্রেন স্টেশন ছেড়ে এগোলে গেট বন্ধ করার দায়িত্বও টিটির। তিনি নিজের দায়িত্ব পালন না করলে ১৩৯ এ অভিযোগ জানাতে হবে। 9717680982 নম্বরে এসএমএস করেও অভিযোগ জানানো যাবে। পাশাপাশি @RailMinIndia তে এক্স হ্যান্ডেলে অভিযোগ জানানো যাবে।

Advertisement

Related Articles

Back to top button