ভাইরাল & ভিডিও

VIRAL: ব্যক্তির দু-পায়ে রয়েছে কেউটে সাপ, ভিডিও ভাইরাল হতেই চোখ কপালে একাংশের

×
Advertisement

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। আর এই সোশ্যাল মিডিয়ায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ভিডিও কিংবা ছবি নেটনাগরিকদের একাংশের কাছে আকর্ষণীয় বলে মনে হয় তাহলে, তা নিঃসন্দেহে ভাইরাল হবে। তবে সেইসমস্ত ভাইরাল হওয়া পোস্টের মাঝে এমন খুব কমই কনটেন্ট থাকে, যা দেখে একাংশ শিউরে ওঠেন। সম্প্রতি তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisements
Advertisement

চারপাশে প্রতিনিয়ত বহু পশুপ্রেমী মানুষের দেখা মেলে। তবে পশুপ্রেমী হলেও, তারা কুকুর, বিড়াল, খরগোশ, পাখিতেই সীমাবদ্ধ। সাপ কথাটা শুনলেই চোখ বড় বড় হয়ে যায় অধিকাংশের। সে যদি হঠাৎ সামনে চলে আসে তাহলে তো আর কথাই নেই। প্রায় সকলেই চোখ নাক মুখ বন্ধ করে দৌড় লাগাবে সেখান থেকে। তবে শহর নিবাসী সাধারণ তাদের চারপাশে বর্তমান সময়ে দাঁড়িয়ে এদিক-ওদিক সাপের দেখা পান না, আর সেটাই স্বাভাবিক। তবে এখনো গ্রামেগঞ্জে ঝোপেঝাড়ে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের সাপ। তবে এবার এক ব্যক্তি সকলকে চমকে দিয়ে পায়েতেই গলিয়েছেন সাপ, যা দেখে চোখ কপালে একাংশের।

Advertisements

Advertisements
Advertisement

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি টুইটারের ‘ভাইরাল পোস্টস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তাতে দাঁড়িয়েই জুতো পড়ছেন। তবে এ যে সে জুতো নয়, একেবারে সাপ সমেত জুতো। এই ব্যক্তির দুটো জুতোই যেন সাপের আদলে তৈরি। জুতোর সামনের দিকে দুটি কাল কেউটে মুখ উঁচিয়ে রয়েছে, যা দেখে চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের একাংশের। এই মুহূর্তে এই ভাইরাল হওয়া ভিডিওটি ৩৫ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। তবে একে কি নতুন কোন ফ্যাশন বলা চলে! এমন জুতো এই ব্যক্তি পড়লেও, আর কেউ এমন জুতো পায়ে গলাবেন কিনা! সেই নিয়ে সন্দেহ রয়েছে বিস্তর।

Related Articles

Back to top button