দেশনিউজ

ফের চাঁদে যাচ্ছে বিক্রম ল্যান্ডার, প্রস্তুতি শুরু করেছে ISRO

Advertisement
Advertisement

চন্দ্রায়ণ -২ ভারতকে কোনো আশা দেখাতে পারেনি। কিন্তু চাঁদ জয় করার চেষ্টা এখানেই শেষ নয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরোর প্রধান ডঃ কে সিভান জানিয়েছেন, যে দেশের মহাকাশ সংস্থা অদূর ভবিষ্যতে একটি সফল অবতরণ প্রদর্শন করবে।

Advertisement
Advertisement

রাজধানী দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এর পঞ্চাশতম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট এ্যারোস্পেস বিজ্ঞানী এসেছিলেন।

Advertisement

দ্বিতীয় মিশনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ডঃ সিভান বলেন, “আমাদের প্রযুক্তিটি প্রদর্শন করতে হবে। আমরা পরিকল্পনার কাজ করছি, তবে এখনও চূড়ান্ত হয়নি”। তিনি আরও বলেন, ‘চন্দ্রায়ণ -২ এর অরবিটার যা চাঁদের চারদিকে ঘুরতে থাকে তা থেকে মূল্যবান ডেটা পাবার জন্য ইসরো সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে’।

Advertisement
Advertisement

চন্দ্রায়ণ -২, চাঁদে ভারতের দ্বিতীয় মিশন ২২ জুলাই চালু হয়েছিল, কিন্তু চাঁদে একটি সঠিক অবতরণ পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল। কিন্তু ইসরোর প্রধান ডঃ কে সিভান জানিয়েছেন, তারা সবরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষতে ভারত চাঁদে সফল অভিযান করবে।

Advertisement

Related Articles

Back to top button