আন্তর্জাতিকদেশনিউজ

হাউস্টনের পর এবার ব্যাংককে মোদী, অনুষ্ঠিত হবে ‘সাওয়াসদি মোদী’

Advertisement
Advertisement

২৩ শে সেপ্টেম্বর হাউস্টনে মেগা ইভেন্টে ৫০,০০০ এর বেশি মানুষকে আকৃষ্ট করার পর এবারে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাউস্টনে ‘হাউডি মোদী’ মোদী এর পরে ব্যাংককে থাই ইন্ডিয়ানরা ভারতীয় জাতীয়ত দূতাবাসের সাথে সমন্বয় করে ‘সাওয়াসদি পি এম মোদী’ আয়োজন করেন।

Advertisement
Advertisement

আজ, শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের থাইল্যান্ড সফরের উদ্দেশ্য যাত্রা করেন। থাইল্যান্ডে দক্ষিণ-পূর্ব এশীয় নেশনস, পূর্ব এশিয়া এবং আরসিইপি এর শীর্ষ সম্মেলনে তিনি অংশ নিতে চলেছেন। ‘সাওয়াসদি পিএম মোদী’ অনুষ্ঠানে ব্যাংককের ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্য এদিন ভাষন দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রবাসীদের উদ্দেশ্য বক্তব্য ছাড়াও প্রধানমন্ত্রী মোদী গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করবেন।

Advertisement

এছাড়া ৩ রা নভেম্বর প্রধানমন্ত্রী মোদী থাই প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা এর সাথে ১৬ তম এশিয়ান – ভারত শীর্ষ সম্মেলনের সহ সভাপতিত্ব করবেন। মোদীর থাই সফর সম্বন্ধে থাইল্যান্ডের বিদেশ মন্ত্রক বলেন ” মোদীজি শীর্ষ সম্মেলনের বৈঠকে থাইল্যান্ডের রাজধানীতে উপস্থিত বেশ কয়েকজন বিশ্বনেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।” তিনি বলেন, “ASEAN এর সাথে আমাদের অংশীদারিত্ব যোগাযোগ, সক্ষমতা বৃদ্ধি বানিজ্য ও সংস্কৃতির মূল স্তম্ভকে ঘিরে নির্মিত হয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button