দেশনিউজ

বিজেপি-শিবসেনা একত্রিত হয়ে মহারাষ্ট্র সরকার গঠন করবে : শরদ পাওয়ার

Advertisement
Advertisement

বিজেপি-র সাথে সরকার গড়বে নাকি এনডিএ জোট ছেড়ে সরকার গঠনে উদ্যোগী হবে উদ্ভব ঠাকরে এ বিষয়ে ধোঁয়াশা বাড়ছে আরব সাগরের উপকূলে। বিজেপি-কে ছাড়াই শিবসেনা সরকার গড়ার ক্ষমতা রাখে, এমন বিবৃতিও ঘুরেফিরে বেড়াচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। এরই মাঝে জল্পনা বাড়িয়েছে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ও শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বৈঠক।

Advertisement
Advertisement

আরব সাগরের তীরে কান পাতলেই শোনা যাচ্ছে অন্য অঙ্কের কথা। মহারাষ্ট্রে বিজেপি-কে ছাড়াই সরকার গড়তে দীর্ঘদিনের বৈরিতা ভুলে হাত মেলাতে পারে শরদ পাওয়ার ও উদ্ভব ঠাকরে। সেক্ষেত্রে তাদের মোট বিধায়ক সংখ্যা হবে ১১০ জন। শিবসেনার ৫৬ ও এনসিপি-র ৫৪ জন বিধায়কের সাথে যদি কংগ্রেসের ৪৬ জন বিধায়ক সমর্থন করেন তাহলে বিজেপি-কে ছাড়াই গঠিত হবে মহারাষ্ট্র বিধানসভা। সূত্রের খবর, কংগ্রেসও বাইরে থেকে সমর্থন করতে রাজি আছে শিবসেনা-এনসিপি জোটকে। তবে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নয় কোনপক্ষই। অন্যদিকে বিজেপির দাবি, সরকার গড়বে তারাই। বহু শিবসেনা বিধায়ক গোপনে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন মহারাষ্ট্র বিজেপি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button