নিউজToday Trending Newsদেশ

Vande Bharat Metro: জুলাই থেকেই ছুটবে ‘মেড ইন ইন্ডিয়া’ বন্দে ভারত মেট্রো, তার আগেই ভাইরাল নতুন ট্রেনের ঝলক

Advertisement
Advertisement

বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) ইতিমধ্যেই দেশবাসীর মনে বিশেষ জায়গা করে নিয়েছে। আধুনিক সমস্ত ফিচার্স এবং অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বন্দে ভারত ট্রেনের জয়জয়কার চলছে প্রতিটি রাজ্যেই। আর এবার বন্দে ভারত ট্রেন এবং অমৃত ভারতের পর আসতে চলেছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। খুব শীঘ্রই দেশবাসী উপহার পেতে চলেছে নতুন বন্দে ভারত মেট্রো। পরিষেবা শুরুর আগে ট্রায়ালের তোড়জোড় করছে রেল কর্তৃপক্ষ। তার আগেই মঙ্গলবার প্রকাশ্যে এল বন্দে ভারত মেট্রোর প্রথম লুক।

Advertisement
Advertisement

সম্পূর্ণ ভারতে তৈরি বন্দে ভারত মেট্রো। দেশের নিজস্ব সম্পদ এই মেট্রো তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। সম্প্রতি ফ্যাক্টরির মধ্যে এই নতুন বন্দে ভারত মেট্রোর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। মেট্রো ট্রেনের রঙ রাখা হয়েছে গেরুয়া এবং কালো। এই ট্রেনে থাকছে অত্যাধুনিক সমস্ত প্রযুক্তি যা যাত্রীদের মেট্রো সফরকে আরামদায়ক বানানোর জন্যই ব্যবহার করা হয়েছে। জানা যাচ্ছে, এসি কোচের পাশাপাশি এই মেট্রোতে থাকছে স্বয়ংক্রিয় দরজা এবং আপদকালীন অ্যালার্ম সিস্টেম।

Advertisement

২০০ কিমি দূরত্ব পাড়ি দিতে সক্ষম এই বন্দে ভারত মেট্রোর গতি আপাতত রাখা হচ্ছে ঘন্টায় ১৬০ কিমি। দুটি শহরের মধ্যে সংযোগকারী রুটে চালানো হবে বন্দে ভারত মেট্রো। রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত মেট্রো তৈরিতে ব্যবহৃত হয়েছে একেবারে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে যেমন দ্রুত গতি তুলতে পারবে ট্রেন, তেমনি দ্রুত গতি কমিয়েও ফেলতে পারবে। এর ফলে কম সময়ে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে মেট্রো। খবর অনুযায়ী, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত একজন আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত মেট্রো ট্রেনে আপাতত ১২ টি কোচ রাখা হচ্ছে। সর্বোচ্চ ১৬টি কোচ রাখা যাবে এই ট্রেনে। সংশ্লিষ্ট রুট এবং শহরের চাহিদার উপরে ভিত্তি করে বাড়ানো হতে পারে কোচ সংখ্যা।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিকের মতে, আগামী জুলাই মাস থেকেই বন্দে ভারত মেট্রো ট্রেনের ট্রায়াল রানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে রেলের তরফে। ওই আধিকারিক আরো জানিয়েছেন, ট্রায়াল রানের পরেই দ্রুত যাত্রী পরিষেবা শুরুর পরিকল্পনাও করা হচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button