Today Trending Newsনিউজ

পুজোর আগেই ভর্তুকি বারিয়েছে কেন্দ্রীয় সরকার, ২০০-র পরিবর্তে এবার মিলবে ৩০০ – Ujjwala Gas

Advertisement
Advertisement

বর্তমানে এমন অনেক বাড়ি রয়েছে যেখানে এখনো পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। তাদের কথা মাথায় রেখেই ২০১৬’র ১’লা মে মোদী সরকার উজ্জ্বলা প্রকল্প শুরু করেছিল। এটি কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রকল্প নিয়ে সমস্ত তথ্য নিয়ে নিম্নে আলোচিত হল।

Advertisement
Advertisement

এই প্রকল্পের অধীনে থাকা সমস্ত বিপিএল ও এপিএল কার্ডধারী পরিবারের মহিলাদের ১৬০০ টাকার আর্থিক সহায়তা করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। চলতি বছরেই সমস্ত দরিদ্র বিপিএল ও এপিএল কার্ডধারীদের ঘরে ঘরে এই উজ্জ্বলা গ্যাস পৌঁছে যাবে। আর এই গ্যাস পাওয়ার জন্য বাড়ির মেয়েদের বয়স অন্তত ১৮ বছরের উপরে হতে হবে।

Advertisement

গতবুধবার মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে তেলেঙ্গানায় ফরেস্ট গডের নামে সেন্ট্রাল ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার অনুমোদনও দিয়েছে। আর এই উপজাতি বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হবে ‘সাম্মাক্কা সারাক্কা কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়’। এটি প্রতিষ্ঠার জন্য ২০০৯-এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের অনুমোদন করা হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় নির্মাণে ৮৮৯ কোটি টাকা খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

এখন থেকে এই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকদের ভর্তুকি বাড়বে। ২০০-র পরিবর্তে মিলবে ৩০০ টাকা। ৭০০ নয় এবার থেকে ৬০০ থেকেই মিলবে গ্যাস। ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার এতদিন ৭০৩ টাকায় পাওয়া যাচ্ছিল। এখন থেকে সেটি ৬০৩ টাকাতেই পাওয়া যাবে।

উল্লেখ্য, হলুদ বোর্ড গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। এই বোর্ডের সূত্র ধরে হলুদজাত পণ্যের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। এক্ষেত্রে রপ্তানির জন্য ৮৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই সরকারি মন্ত্রীসভার বৈঠকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ এবং লক্ষদ্বীপের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ভাড়াটিয়া নিয়ন্ত্রণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে বৈঠকে। পাশাপাশি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা জল বিরোধ ট্রাইব্যুনাল ২ (KWDT-II)-এর জন্যও একাধিক শর্তাবলী তোলা হয়েছে। কৃষ্ণা নদীর জলের ব্যবহার, বন্টন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত এই প্রস্তাব উভয় রাজ্যের উন্নয়নের জন্যই নতুন পথ খুলে দেবে ভবিষ্যতে।

উদ্দেশ্য-
গরিব ঘরের মেয়েদের জীবন ধুঁয়া মুক্ত করতে এই প্রকল্প শুরু করা হয়েছিল। অপরিষ্কার জ্বালানি থেকে দূরে রাখতেই এই প্রকল্প শুরু করেছিল মোদী সরকার। গ্যাসের ব্যবহার যে মেয়েদের ও শিশুদের স্বাস্থ্যের পক্ষে ও যথেষ্ট ভালো তা বলাই বাহুল্য।

যোজনার সুবিধাভোগীরা-
১) এসইসিসি ২০১১-র অধীনে থাকা সকল ব্যক্তি।
২) সমস্ত গ্রামীণ আবাস যোজনার এসসি ও এসটি পরিবারের লোকেরা।
৩) দারিদ্র সীমার নীচের সমস্ত মানুষরা।
৪) অনগ্রসর শ্রেণীর লোকজন।
৫) চা বাগানের উপজাতিরা
৬) দ্বীপে বসবাসকারী মানুষ।

সুবিধা-
১) দেশের সমস্ত দারিদ্র্যসীমার নীচে থাকা ব্যক্তিদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়ে থাকে।
২) এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত ১৮ বছরের ঊর্ধ্ব মহিলাদের ২০২৩ সালে বিনামূল্যে গ্যাস সরবরাহ করা হবে।
৩) এই প্রকল্পের সূত্র ধরে মহিলাদের রান্না করা আরো অনেক বেশি সুবিধা হয়ে যাবে।
৪) এই প্রকল্পের লক্ষ্য ৪ কোটি গরীব ঘরে এই গ্যাসের সংযোজন দেওয়া।
৫) যারা এই প্রকল্পের আবেদনকারী তাদের আবশ্যিকভাবে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা জরুরী।

প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে একটি ফর্ম বার করে নিতে হবে তারপরে সেই ফর্ম নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর সহ প্রয়োজনীয় তথ্য নিয়ে নিকটতম গ্যাস এজেন্সিতে গিয়ে সেই ফর্ম জমা দিয়ে আসতে হবে। সেটি জমা দেওয়ার ১৫ দিনের মধ্যেই বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button