রাজ্যToday Trending Newsনিউজ

SSC: প্রধানমন্ত্রীর বড় ঘোষণা, SSC নিয়ে বড় পদক্ষেপ রাজ্য বিজেপির

ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সম্প্রতি এসএসসি চাকরি হারাদের জন্য একটা নতুন লিগাল সেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই করেছিলেন ঘোষণা। আর এবার এ যোগ্য এসএসসি প্রার্থীদের পাশে দাঁড়াতে নতুন আইনি কমিটি তৈরি করে ফেলল ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে চাকরি হারাদের সাহায্য করার জন্য এই নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএসসি যোগ্য চাকরি হারাদের আইনিপথে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই কমিটি গঠন করেছে বিজেপি। ছয় আইনজীবীকে নিয়ে এই লিগাল সেল তৈরি করা হয়েছে। এই লিগাল অ্যাসিস্ট্যান্ট কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে। জানা যাচ্ছে এই কমিটি যোগ্য চাকরি হারাদের আইনি সহায়তা দিতে চলেছে যদি তারা পরবর্তীতে মামলায় অবতীর্ণ হন সেক্ষেত্রে। এই কমিটিতে স্থান পেয়েছে না আইনজীবী সহশ্রাংশু ভট্টাচার্য, আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়, আইনজীবীর তিলক মিত্র, আইনজীবী কৌস্তভ দাস, আইনজীবী রাহুল সরকার এবং আইনজীবী সুকান্ত চক্রবর্তী। ইতিমধ্যেই এই আইনি কমিটি তাদের কাজ শুরু করেছে বলে জানা যাচ্ছে।

Advertisement
Advertisement

দিন দুয়েক আগে পূর্ব বর্ধমানের একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেকজন এমন আছেন যারা নির্দোষ কিন্তু তাদের চাকরি চলে গিয়েছে কোট অর্ডারের পরে। তাদের মধ্যে যারা চাকরির যোগ্য, নেক এবং ঈমানদার মানুষ রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার জন্য বিজেপি একটি আইনি সেল তৈরি করতে চলেছে। এছাড়াও এই প্রার্থীদের জন্য একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

Advertisement

মোদির আরো বলেছেন, ‘‘বিজেপি ইমানদারদের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। ইমানদার শিক্ষকদের চাকরি যাতে পায়, তার জন্য লড়াই করবে বিজেপি। যাঁরা ইমানদার তাঁদের ন্যায় দিতে রাজ্য বিজেপি লড়বে। এটা মোদির গ্যারান্টি৷’’ এরপরই আইনজীবীদের নিয়ে কমিটি গঠন করল রাজ্য বিজেপি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button