নিউজরাজ্য

পথ দুর্ঘটনায় মৃত তরুণ ফুটবলার, আহত আরও একজন

Advertisement
Advertisement

শেওড়াফুলি: লকডাউনে ফুটবল খেলার স্বপ্ন কার্যত হারিয়ে গিয়েছিল। তাই তরুণ দুই ফুটবলার সংসার চালানোর তাগিদে সবজি নিয়ে বিক্রি করতে বসেছিল রাস্তার ধারে। লকডাউনের আগে এই দুই ফুটবলারের জীবনে ছিল রোজ সকালে উঠে মোটরবাইকে করে ফুটবল প্র্যাকটিস করতে যাওয়ার কাহিনি। কিন্তু লকডাউনের পর থেকে সেই কাহিনিটা বদলে যায়। দুই ফুটবলার রোজ সকালে উঠতেন। কিন্তু ফুটবল প্র্যাকটিস করতে নয়, শেওড়াফুলির কাঁচা বাজার থেকে সবজি তুলে বাইকে করে ব্যান্ডেল বাজারে বিক্রি করার জন্য তাদের সকালে ওঠা দৈনন্দিন কাহিনি হয়ে উঠেছিল। ফুটবল জগতে যেভাবে সফলতা পেয়েছিলেন এই দুই ফুটবলার, ঠিক তেমনই মিলছিল আস্তে আস্তে সবজি বিক্রিতেও সফলতা। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা কেড়ে নিল একজনের প্রাণ। আর অপরজন হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দুই পরিবারেই কার্যত নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
Advertisement

একজন ব্যান্ডেলের কৈলাসনগরের ফুটবলার জয়ব্রত দেবনাথ। অন্যজন কেওটা টায়ারবাগানের বাপি বিশ্বাস। রোজের মতো আজ, রবিবার সকালেও শেওড়াফুলি থেকে কাঁচা বাজার নিয়ে ব্যান্ডেলের উদ্দেশ্যে আসছিলেন এই দুই ফুটবলার। কিন্তু চন্দননগরের কাছে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি ডিভাইডারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়ব্রতর। দুর্ঘটনাস্থল থেকে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাপি বিশ্বাসকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন। তবে তারও অবস্থা খুবই আশঙ্কাজনক। দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পাড়ার লোকেরা কেউই সান্তনার ভাষা খুঁজে পাচ্ছে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button