আজকের দিনলিপি

জানেন কি ২ অক্টোবর দিনটি কেন গুরুত্বপূর্ণ?

Advertisement
Advertisement

ঘটনাবলী
১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড-এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৯০ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৮৬৮ – কলকাতায় জেনারেল পোস্ট অফিস উদ্বোধন হয়।
১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৫৮ – ঘানা ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৭২ – বোম্বেতে ভারতের প্রথম টেলিভিশন কেন্দ্র চালু হয়।
১৯৭৭ – ঢাকা সেনানিবাস ও বিমান বন্দরে সেনা বিদ্রোহ ঘটে এতে বিমান বাহিনীর ১১ জন অফিসার নিহত হন।
১৯৭৯ – ঢাকায় রিয়াদ সরাসরি ট্রাংক ডায়ালিং চালু করে।
১৯৮৩ – বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের আত্বপ্রকাশ ঘটে।
১৯৯৫ – বাংলাদেশ সরকার সাপটা অনুমোদন করে।

Advertisement
Advertisement

জন্ম
১৮৫২ – উইলিয়াম র‍্যামসি, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ ইংরেজ রসায়নবিদ।
১৮৬৯ – মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা।
১৯৩৩ – স্যার জন বার্ট্রান্ড গার্ডন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।
১৯৫০ – পার্সিস খামবাট্টা, ভারতীয় মডেল ও অভিনেত্রী।
১৯৬৪ – ফারুক মাহফুজ আনাম, বাংলাদেশী রক সঙ্গীত শিল্পী, যিনি জেমস নামে পরিচিত।
১৯৭৮ – আয়ুমি হামাসাকি, জাপানি কন্ঠশিল্পী, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
১৯৮৪ – মারিওন বারতোলি, ফরাসি টেনিস খেলোয়াড়।

Advertisement

মৃত্যু
৫৩৪ – আটালারিক, ইতালীয় রাজা।
১৮৫০ – সারাহ বিফফেন, ইংরেজ চিত্রশিল্পী।
১৯০৬ – রাজা রবি বর্মা, ভারতীয় চিত্রশিল্পী।
১৯১৭ – অক্ষয়চন্দ্র সরকার, বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক।
১৯২৭ – সভান্টে অগস্ট আরেনিউস, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিদ ও রসায়নবিদ।
১৯৪৭ – পি. ডি. অউস্পেনস্কাই, রুশ বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
১৯৭৪ – নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।
১৯৮১ – হ্যারি গোল্ডেন, মার্কিন সাংবাদিক ও লেখক।
২০০৭ – ক্রিস্টোফার ডেররিক, ইংরেজ লেখক ও সমালোচক।

Advertisement
Advertisement

ছুটি ও অন্যান্য
গান্ধী জয়ন্তী – ভারত৷
আন্তর্জাতিক অহিংস দিবস ৷
জাতীয় উৎপাদনশীলতা দিবস – বাংলাদেশ
পথশিশু দিবস

Advertisement

Related Articles

Back to top button