দেশনিউজ

জমিতেই পড়ে নষ্ট হচ্ছে হাজার হাজার লঙ্কা, লকডাউনে মাথায় হাত লঙ্কা চাষীদের

Advertisement
Advertisement

স্টাফ রিপোর্টার: লক ডাউনের জেরে যান চলাচল পরিষেবা বন্ধ। আর তার ফলে প্রবল ক্ষতির মুখে লঙ্কা ব্যবসায়ীরা। ভারত-নেপাল সীমান্তে অবস্থিত একটি গ্রাম নকশাল বাড়ি। সেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে চাষ হয় এক বিশেষ প্রজাতির লাল লঙ্কার। এই লঙ্কা বিক্রি করেই চলে গ্রামের মানুষের রুটিরুজি। গ্রামের মানুষেরা এক লুপ্তপ্রায় জাতির অন্তর্গত, যার নাম ধীমাল। এই ধীমাল জাতির লোকেরা লঙ্কার চাষ করে বেশ সুখেই দৈনন্দিন জীবন অতিবাহিত করতো।

Advertisement
Advertisement

কিন্তু বাঁধ সাধলো করোনা ভাইরাস। লক ডাউনের জেরে বন্ধ যান চলাচল। তাই তাঁদের চাষ করা এই বিশেষ প্রজাতির লাল লঙ্কা আর রপ্তানি করা হচ্ছে না বিভিন্ন রাজ্যে। এই বিশেষ প্রজাতির লঙ্কা দিয়ে আচার তৈরি হয়, যার জনপ্রিয়তা সারা নেপাল জুড়ে। কিন্তু লক ডাউনের ফলে ইন্দো-নেপাল সীমান্ত বন্ধ। তাই নেপালে পৌঁছচ্ছে না এই লঙ্কা। জমিতেই পচে যাচ্ছে হাজার হাজার টাকার লঙ্কা।

Advertisement

সিকিমেও এই লঙ্কার চাহিদা রয়েছে। তবে সিকিমের সরকার আগামী অক্টোবর পর্যন্ত সিকিমে ভিনরাজ্যের মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে দেশের মধ্যে সিকিম প্রথম করোনামুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়। তাই সে রাজ্যেও এই লঙ্কা পাঠানো স্থগিত রয়েছে। এরফলে ওই গ্রামের মানুষের মাথায় হাত পড়েছে। কবে উঠবে লক ডাউন আর কবেই বা পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানে না। আপাতত রেশনের দেওয়া খাবারেই তাদের দু’বেলা কোনোমতে চলছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button