দেশনিউজ

অরুণাচল থেকে অপহৃত পাঁচ কিশোর রয়েছে তাদের হেফাজতেই, স্বীকার করল চিন

Advertisement
Advertisement

নয়াদিল্লি: অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হওয়া পাঁচ কিশোর রয়েছে চিনেই। মঙ্গলবার এ কথা স্বীকার করে নিয়েছে চিন। ভারতীয় সেনারা হটলাইনে চিনা সেনাদের সঙ্গে যোগাযোগ করার পরই এ কথা স্বীকার করেছে বেজিং।

Advertisement
Advertisement

মঙ্গলবার কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু এ প্রসঙ্গে বলেন, ‘ওই পাঁচ কিশোর রয়েছে চিনেই। তারা ঘুরতে ঘুরতে চিনা সীমান্তে ঢুকে পরার ফলে চিনা সেনারা তাদের আটক করে রেখেছে। তাদের দেশে ফেরানোর জন্য উপযুক্ত নথি তৈরি করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পাঁচ কিশোরকে দেশে ফিরিয়ে আনা হবে। চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

প্রসঙ্গত, শুক্রবার আপার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ ভারতীয় নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করে চিনা সেনা, এমনটাই অভিযোগ করেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নিনং ইরিং। তারপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। পরবর্তী সময়ে আজ, মঙ্গলবার চিনের তরফ থেকেই এ ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়। এখন কবে ওই পাঁচ কিশোরকে দেশে ফেরানো হয়, সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button