জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

টাক পড়া থেকে বাঁচতে শ্যাম্পু করুন এভাবে!

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মাথায় চুল পড়ে গেলে অনেকেই দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। কিন্তু আমাদের কিছু সাধারণ ভুল নিয়মিত করার জন্যেও কিন্তু পড়তে পারে টাক। তার মধ্যে একটা হচ্ছে ঠিকভাবে শ্যাম্পু না করা। হ্যাঁ, ঠিকই পড়ছেন! দীর্ঘদিন সঠিক উপায়ে শ্যাম্পু না করলে চুল পড়বেই, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দেখে নিন কীভাবে শ্যাম্পু করলে চুল ভালো থাকবে-

Advertisement
Advertisement

১. অনেকে আছেন যারা প্রতিদিনই শ্যাম্পু করেন। প্রতিদিন শ্যাম্পু না করে ২ দিন অন্তর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বক শুষ্ক হয়ে যাওয়া বা ত্বকের তৈলাক্ত ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আবার চুলের উজ্জ্বলতাও ঠিক থাকবে।

Advertisement

২. আপনার চুলের স্বাস্থ্য ও ধরণ বুঝে সঠিক ব্রান্ডের শ্যাম্পু বাছুন। শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে নেবেন এবং আঁচড়ে নেবেন।

Advertisement
Advertisement

৩. শ্যাম্পু করার সময় নির্দিষ্ট পরিমাণ জল নির্দিষ্ট পরিমাণ শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করুন যাতে ফেনা বেশি হয় আর চুলের গোড়ায় ভালোভাবে শ্যাম্পু যায়।

৪. শ্যাম্পু দেওয়ার পর, ফেনাযুক্ত চুল হালকা ভাবে আস্তে আস্তে ঘষতে থাকুন আর আঙ্গুলের ডগা দিয়ে ঠিকঠাক মাসাজ করুন। জোরে জোরে একেবারেই ঘষবেন না। ১৫ মিনিট আঙুল এর ডগা দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন। এভাবে শ্যাম্পু করলে আপনার মাথার তালুতে জমে থাকা ময়লা পরিষ্কার হবে।

৫. শ্যাম্পু করার জন্য অবশ্যই সবসময় ঠান্ডা জল ব্যবহার করবেন। গরম জল আপনার চুলের গোড়া নরম করে ফেলে চুল পড়া সমস্যা তৈরি করবে। চুলকে উজ্জ্বল, নরম আর ফুরফুরে রাখতে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করুন।

Advertisement

Related Articles

Back to top button