টেক বার্তাদেশনিউজ

আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন? এইভাবে করুন

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : সোমবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় 9 কোটি মানুষের রেশন কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে যে এই কাজটি খাদ্য দপ্তর শুরু করছে। প্রতিটি রেশন দোকানে মঙ্গল ও বুধবার ই-পস যন্ত্রে এই কাজটি শুরু করা হবে। পরিবারের একজন সদস্য তার পরিবারের আধার কার্ড নিয়ে গিয়ে এই নথিভুক্তকরণ করাতে পারেন।

Advertisement
Advertisement

কিভাবে এই নথিভুক্তকরণ করবেন তা জেনে নিন কিছু স্টেপ এর মাধ্যমে–

Advertisement

১) প্রথমে আপনার পরিবারের সদস্যদের এবং নিজের আধার কার্ড সঙ্গে নিতে হবে।

Advertisement
Advertisement

২) আধার কার্ডের সাথে রেশন কার্ডও নিতে হবে।

৩) আধার নাম্বারের সাথে যে ফোন নম্বরটি যুক্ত রয়েছে সেই ফোন নম্বরটা নিয়ে যেতে হবে।

৪) আপনি যখন খাদ্যসামগ্রী সংগ্রহ করতে যাবেন তখন ইপস যন্ত্রে আঙ্গুলের ছাপ এর মাধ্যমেই তথ্য যাচাই করা হবে।

৫) আপনার আঙ্গুলের ছাপটি স্ক্যান করার পর মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে। সেই কোডটি বলতে পারলে তারপরেই আপনাকে রেশন দেওয়া হবে।

৬) এই ভাবেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

তবে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। মঙ্গল ও বুধবার এই নথিভুক্তকরণ প্রক্রিয়া চলবে। আর সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলি রেশন দেওয়া হবে।

Advertisement

Related Articles

Back to top button