বিনোদন

Web Series’s App: এই চার ওয়েব প্ল্যাটফর্মেই সাহসী সিরিজের ছড়াছড়ি, দেখলে রাতের ঘুম উড়তে বাধ্য

×
Advertisement

বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে ওয়েব সিরিজ বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। নিজেদের সুবিধামতো সময়ে নিজেদের মতন করে পছন্দমতো ওয়েব সিরিজ দেখতে পারেন দর্শকরা। বলাই বাহুল্য, এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’, ‘কুকু’, ‘প্রাইম ফ্লিক্স’, ‘নিউফ্লিক্স’ অন্যতম। বলাই বাহুল্য, এই ধরনের ওয়েব প্ল্যাটফর্মগুলি বর্তমান প্রজন্মের মধ্যে যে বেশ জনপ্রিয় তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Advertisements
Advertisement

উল্লেখ্য, বর্তমানে দর্শকমহলের একাংশ বোল্ড ওয়েব সিরিজ দেখতে বেশ পছন্দ করেন। রীতিমতো উপভোগ করেন সেইসমস্ত সিরিজের প্রতিটি দৃশ্য। উল্লেখ্য ওয়েব প্ল্যাটফর্মগুলি তার দর্শকদের জন্য একের পর এক নিয়ে এসেছে বোল্ড ওয়েব সিরিজ, যা একা দেখলেও লাজ্জা লেগে যায় নিজেরই। সম্প্রতি বোল্ড সিরিজের সাহসী দৃশ্যগুলির সূত্র ধরেই চার জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম মিডিয়ার পাতায় চর্চায় উঠে এসেছে।

Advertisements

Advertisements
Advertisement

উল্লেখ্য, নিজেদের বোল্ড ও সাহসী সিরিজগুলির জন্য এই মুহূর্তে মিডিয়ার পাতায় ‘উল্লু’র পাশাপাশি চর্চায় রয়েছে ‘কুকু’, ‘প্রাইম ফ্লিক্স’, ‘নিউফ্লিক্স’এর মতন ওয়েব প্ল্যাটফর্মগুলি। বলাই বাহুল্য, এই চারটি অ্যাপ্লিকেশন খুব সহজলভ্য প্লেস্টোরেই, যার জন্য এগুলি আরো বেশি জনপ্রিয় বর্তমান প্রজন্মের মাঝে। প্রতিটি প্ল্যাটফর্মের সিরিজগুলি সাহসী দৃশ্য প্রদর্শনের দিক দিয়ে একে অপরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। অবশ্য বলাই চলে, সেইসমস্ত সিরিজের সাহসী দৃশ্যরা দর্শকদের রাতের ঘুম উড়িয়ে দেওয়ারও ক্ষমতা রাখে। আপাতত, সেই প্রসঙ্গ উঠতেই মিডিয়ার পাতায় প্রথম চারে উল্লেখ্য প্ল্যাটফর্মগুলি।

Related Articles

Back to top button