বলিউডবিনোদন

ওয়েব সিরিজের পরিচালনা দিয়ে কাজ শুরু করবেন আরিয়ান খান, নাম ‘স্টারডম’

'স্টারডম' হবে ৬ পর্বের ওয়েব সিরিজ

×
Advertisement

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই। পাশাপশি এখন নতুন করে লাইমলাইটে আসছেন আরিয়ান খান।

Advertisements
Advertisement

আরিয়ান খান খুব শীঘ্রই এন্ট্রি নেবেন লাইট ক্যামেরা অ্যাকশন দুনিয়াতে। তবে বাবার মত পর্দার সামনে আসবেন না তিনি। বরং তাঁর ক্যারিয়ার শুরু হবে ক্যামেরার পিছনে। ডিরেক্টর হিসেবে কাজ করবেন আরিয়ান খান। অভিনয় নয়, পরিচালনা দিয়েই চলচ্চিত্রে কেরিয়ার শুরু করবেন তিনি। এই সিরিজের নাম বলা হচ্ছে, ‘স্টারডম’। এটি প্রযোজনা করবেন শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। বর্তমানে এই সিরিজের প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আরিয়ান নিজেই এই সিরিজটি লিখেছেন এবং তিনি এটি পরিচালনা করছেন। ‘স্টারডম’ হবে ৬ পর্বের সিরিজ।

Advertisements

এই প্রসঙ্গে নিজেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আরিয়ান খান। তিনি একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁকে স্ক্রিপ্ট লিখতে দেখা গেছে। যার উপরে বড় অক্ষরে লেখা ছিল ‘ফর আরিয়ান খান’। এর পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট লেখা একটি ক্ল্যাপবোর্ড ছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘লেখার কাজ শেষ। এখন কথা বলার অপেক্ষা নেই অ্যাকশনের।’ এই পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button