বিনোদনবলিউড

পবন সিং ও মাহিমা সিংয়ের হোলি স্পেশাল গান, জমকালো রোম্যান্স নূর মালবিকাকেও হার মানাবে (VIDEO)

২.৮ লাখ মানুষ ইতিমধ্যেই ভাইরাল ভিডিও দেখে নিয়েছে

×
Advertisement

আর কিছুদিন বাদেই হোলি। হোলির সময় ভোজপুরি গান রিলিজ করবে না, এও কি হয় নাকি। প্রত্যেক বছরই হোলির ঠিক আগে ভাইরাল হয় ভোজপুরি তারকাদের হোলি স্পেশাল গান। এবার ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ পবন সিং ও মাহিমা সিংয়ের একটি হোলি স্পেশাল মিউজিক ভিডিও। এই অনস্ক্রিন পাওয়ার কাপেল এই নতুন ভাইরাল ভিডিওতে অন্তরঙ্গতার সমস্ত মাত্রা ছাড়িয়ে অভিনয় করেছেন যা দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। তাদের মিষ্টি রোমান্সের মাঝে শক্তিশালী কেমিস্ট্রির মিশ্রণ পছন্দ হয়েছে প্রায় সকলের।

Advertisements
Advertisement

ইউটিউবে ভাইরাল হওয়া নতুন গানটির নাম, ‘ভাউজি রে তোরে তোরে’। এই গানে পবন সিং এর সাথে রয়েছেন ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী মাহিমা সিং। তারা লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে ব্যাপক কায়দায় নাচ করেছেন গানের তালে। নাচের সাথে তাদের এক্সপ্রেশন দেখে অবাক হবেন আপনিও। এই গান এতটাই এনার্জেটিক যে হোলির মাঝে চালালে আপনি ক্লান্ত হবেন না।

Advertisements

এই হোলি স্পেশাল ভোজপুরি ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যেই ২.৮ লক্ষ মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছেন। পাশাপাশি প্রচুর মানুষ এই ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন। হোলির স্পেশাল এই গান পছন্দ হয়েছে তারকা অনুরাগীদের। আপনি যদি ভাইরাল ভিডিওটি দেখতে চান তাহলে এখানে দেখুন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button