Today Trending Newsনিউজরাজ্য

স্বাস্থ্য প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা কেন্দ্রের

Advertisement
Advertisement

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। যেখানে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,০০০ এর কাছাকাছি। এই পরিস্থিতিতে বড়সড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। জাতীয় ও রাজ্য স্তরে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ‘কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজ’-এর অধীনে এই টাকা দেওয়া হবে। তিনটি দফায় এই টাকা দেবে সরকার। ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম দফা, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দ্বিতীয় দফা এবং ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তৃতীয় দফায় এই টাকা দেওয়া হবে।

Advertisement

এই টাকা দিয়ে করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। যেমন- করোনা চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরি, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন সরবরাহ করা ইত্যাদি।

Advertisement
Advertisement

এই বিষয়ে ডাইরেক্টর অব ন্যাশনাল হেলথ মিশনের তরফে এক সার্কুলার জারি করে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে জরুরিভিত্তিক ব্যবস্থা নিতে হবে। এই কারণে একটি তহবিল গড়া হয়েছে। এটি দিয়ে আমরা জাতীয় ও রাজ্যস্তরে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলব। এটির মাধ্যমে রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করা সহজ হবে।”

Advertisement

Related Articles

Back to top button