নিউজরাজ্য

করোনা সংক্রমণ রুখতে ৯ সদস্যের ‘ডেটা অ্যানালাইসিস সেল’ গঠন রাজ্যের

Advertisement
Advertisement

৯ এপ্রিল বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে রাজ্যে কোভিড -১৯ মহামারির তথ্য সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ৯ সদস্যের ‘ডেটা অ্যানালাইসিস সেল’ গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। এসএসকেএম-এর অধ্যাপক ডা. অসিত বিশ্বাস এই সেলের আহ্বায়ক ও কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন।

Advertisement
Advertisement

এই সেল নির্দিষ্ট সময়ের ভিত্তিতে জেলা সহ একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে মানুষের সামনে তুলে ধরবেন। এই সেল প্রাপ্ত তথ্য, নিদর্শন ও রোগী সনাক্তকরণ এবং তারপরে রোগের প্রাদুর্ভাব চিহ্নিত ও যথাযথ কার্যকরী পরামর্শ দেওয়ার কাজে ডেটা অ্যানালিটিক্স সরঞ্জামগুলি ব্যবহার করা হবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। এই সেল কোভিড -১৯ সংক্রমণের বর্তমান এবং সম্ভাব্য হটস্পটগুলি স্থানীয় এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সঠিকভাবে নির্ধারণের জন্য তথ্যগুলো বিশ্লেষণ করবে।

Advertisement

সম্ভাব্য করোনা হটস্পট অঞ্চলগুলিতে স্ক্রিনিং ডিভাইস হিসাবে অতিরিক্ত টেস্টিং বা র‍্যান্ডম টেস্টিং শুরু করা যেতে পারে কিনা সে বিষয়ে পরামর্শ দেবে এই সেল। তারপর সেখানকার বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যতের অনুমান সম্পর্কে তথ্য ভিত্তিক দৈনিক বুলেটিন উপস্থাপন করা হবে। সার্বিকভাবে করোনা ভাইরাস সম্পর্কিত যে কোন তথ্য ও এলাকা বিশেষে রোগের গতিপ্রকৃতির উপর নজরদারি চালিয়ে তা কিভাবে নির্মূল করা যায় সে বিষয়ে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকারকে পরামর্শ দেবে ডেটা অ্যানালাইসিস সেল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button