Today Trending Newsদেশনিউজ

আরও ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’, ১৮৫ কিমি বেগে আছড়ে পড়বে গুজরাট উপকূলে

ভারতের গুজরাট উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আজকে রাতের মধ্যেই

×
Advertisement

সোমবার রাতে গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় টাউকটে। এই ঘূর্ণিঝড় বর্তমানে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং বর্তমানে মুম্বাই উপকূলের কাছে অবস্থান করছে। বছরের প্রথম ঘূর্ণিঝড় টাউকটে করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় অস্বস্তি জায়গা তৈরি করে। গতবছর কিছুটা এরকম সময় পশ্চিমবঙ্গ উপকূলে এসেছিল আম্ফান। আর এবারে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়ছে টাউকটে। আজকের রাতের মধ্যে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার এর গতিবেগ নিয়ে গুজরাট উপকূলে আসতে চলেছে এই ঘূর্ণিঝড়।

Advertisements
Advertisement

দক্ষিণ-পূর্ব আরব সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে আর এই ঘূর্ণিঝড় বর্তমানে একটি চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। আরব সাগর থেকে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়া শুরু হয়েছে। গুজরাতের পর্বন্দর এবং ভাবনগরের মাঝে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করতে চলেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন ঘূর্ণিঝড় যে গতিবেগ নিয়ে এগিয়ে আসছে তা সোমবার সকালের মধ্যে মুম্বাই উপকূলের সামনে অবস্থান করবে। তারপর গুজরাট উপকূলে উনার দিকে অগ্রসর হবে।

Advertisements

জুনাগর জেলার উনা এলাকায় ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি। গুজরাটের বিখ্যাত গির ন্যাশনাল পার্কে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। সমুদ্রে  তীব্রজলোচ্ছ্বাস হতে চলেছে এবং এর ফলে স্থলভাগে জল প্রবেশ করবে। শুধু গুজরাট নয়, পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চল দিউ, আমরেলি, ভাব নগর সহ আরও বিভিন্ন এলাকায় তীব্র জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা রয়েছে। জানিয়ে রাখি গুজরাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই ঝর ইতিমধ্যেই সাইকেলোনিক স্টর্ম থেকে ভেরি সিরিয়াস সাইকেলোনিক স্টর্ম পরিণত হয়েছে। অর্থাৎ, শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে টাউকটে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button