ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থেকে কিভাবে ৬৮ লক্ষ টাকা ফান্ড তুলবেন আপনি? জেনে নিন সম্পূর্ণ নিয়মটা – SUKANYA SAMRIDDHI YOJANA

ভারত সরকার সম্প্রতি এই নতুন সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসেছে

Advertisement
Advertisement

ভারত সরকার এই মুহূর্তে ভারতের সাধারণ মানুষের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছে। ভারত সরকারের এই সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম হলো মহিলাদের জন্য কিছু প্রকল্প। এই প্রকল্পের মধ্যে সবথেকে জনপ্রিয় যে প্রকল্প সেটা হল সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প। ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পে সব থেকে বেশি সুদ প্রদান করা হয় এবং এই প্রকল্পের মাধ্যমে ভারতের প্রতিটি কন্যা সন্তানের আর্থিক শ্রী বৃদ্ধির দিকে নজর দেওয়া হয়। ভারত সরকারের এই প্রকল্পটি আপনি গ্রহণ করতে পারেন যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে। তার নামে যদি আপনি কিছু পরিমান টাকা জমা করেন তাহলে সে যখন প্রাপ্তবয়স্ক হবে সেই সময় তার হাতে একটা বিশাল বড় ফান্ড থাকবে, যা ব্যবহার করে সে নিজের ভবিষ্যৎ পড়াশোনা চালাতে পারে। যাতে কন্যা সন্তান স্বাবলম্বী হতে পারে তার জন্য ভারত সরকারের তরফ থেকে এই প্রকল্পে ৮.২% করে সুদ দেওয়া হয়। ফলে সবমিলিয়ে আপনার জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা একটা দারুন স্কিম হতে চলেছে যদি আপনি আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন।

Advertisement
Advertisement

তবে সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি আপনি আপনার মেয়ের নামে চালাতে চান তাহলে আপনাকে কিছু বিষয়ে ভালোভাবে জেনে রাখতে হবে। আপনি যদি এই যোজনা আপনার মেয়ের নামে চালাতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার মেয়ের জন্মের সময় একটি একাউন্ট খুলতে হবে তার নামে এবং সেখানে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। এই যোজনাতে আপনি কমপক্ষে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। কন্যার বয়স যদি দশ বছরের কম হয় তাহলেই কিন্তু এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন। বাবা মা কন্যার নামে এই একাউন্টে টাকা জমা করতে পারেন। মেয়ের দশম শ্রেণী পাস হয়ে গেলে অথবা মেয়ের বয়স ১৮ বছর হয়ে গেলে, এই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার একটা বিকল্প দেওয়া হয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা অধীনে যদি আপনি দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি কর ছাড়ের সুবিধা পেয়ে যেতে পারেন। ফলে সব মিলিয়ে এই প্রকল্প আপনার জন্য হতে চলেছে দুর্দান্ত।

Advertisement

সুকন্যা সমৃদ্ধি যোজনা হলে এমন একটি প্রকল্প যেখানে আপনি টাকা বিনিয়োগ করলে একটা সময়ের পরে টাকা তুলতে পারবেন। এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় যদি আপনাকে টাকা তুলতে হয় তাহলে আপনার কন্যার বয়স অন্ততপক্ষে ১৮ বছর হতে হবে অথবা তার দশম শ্রেণী পাস হতে হবে। এরপরে কন্যার পড়াশোনার জন্য আপনি টাকা তুলতে পারেন ইচ্ছা করলে। যদি আপনি টাকা তুলতে চান তাহলে আপনাকে যথেষ্ট কারণ দেখাতে হবে। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনি কিন্তু পড়ালেখার জন্য শুধুমাত্র গত বছরের একাউন্টে থাকা টাকার পঞ্চাশ শতাংশ পর্যন্ত তুলতে পারবেন। অর্থাৎ যদি আপনার ২০২২-২৩ আর্থিক বছরে এন্ডিং ব্যালেন্স দেড় লক্ষ টাকা হয়, তাহলে আপনি ২০২৩-২৪ আর্থিক বছরে ৭৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। অন্যদিকে যদি আপনার একাউন্টে ১৩৬ লাখ টাকা জমা করা থাকে, তাহলে আপনি পরের আর্থিক বছরে ৬৮ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button