বলিউডবিনোদন

ছেলের সঙ্গে খুনসুটি, ভিডিও শেয়ার করলেন দক্ষিণী তারকা যশ

×
Advertisement

লাগাতার লকডাউনের ফলে বহু তারকা খবরের শিরোনামে থাকার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। দক্ষিণী তারকা যশও এর ব্যতিক্রম নন।লকডাউনের ফলে তারকারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছেন।সম্প্রতি যশও সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে যথর্ব-এর সাথে এবং নিজের পরিবারের সাথে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন। এর মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে যশ ও যথর্ব-এর একটি সুন্দর ভিডিও। এই ভিডিওয় যশকে নিজের ছেলের সাথে ‘জনি,জনি,ইয়েস পাপা’ কবিতাটি বলতে শোনা যাচ্ছে।

Advertisements
Advertisement

নেটিজেনরা এই ভিডিওটি খুব উপভোগ করেছেন।তারকা যশের খোলস ভেঙে বেরিয়ে আসা ‘হ্যাপি ফাদার’ যশ নেটিজেনদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছেন। অভিনেতা যশ ও জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাধিকার দ্বিতীয় সন্তান যথর্ব-এর জন্ম হয় গত বছর। এর আগে 2018 সালে যশ ও রাধিকার কন্যাসন্তান আইরার জন্ম হয়। 2016 সালে যশ ও রাধিকার বিয়ে হয়।

Advertisements

Advertisements
Advertisement

যশ নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইটিভি কন্নড়-এর টেলিসিরিয়াল ‘নন্দ গোকুল ‘-এর মাধ্যমে। 2013 সালে পবন ওয়াদেয়ার পরিচালিত ফিল্ম ‘গুগলি’ থেকে শুরু হয় তারকা হিসাবে যশ-এর উত্থান। ‘গুগলি’ 2013 সালের বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করা দক্ষিণী মুভির মধ্যে অন্যতম ছিল।2018 সালে K.G.F.Chapter-1 ফিল্মটি রিলিজ করে।এই ফিল্মটি কন্নড় ভাষায় রিলিজ করলেও এর ডাবিং করা হয়েছিল হিন্দি,তেলেগু,তামিল এবং মালয়ালম ভাষায়। এই মুহূর্তে KGF Chapter-2 মুক্তির অপেক্ষায়। অক্টোবর মাসে এই ফিল্মটি মুক্তি পাবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 2021 সালের জানুয়ারি মাসে ফিল্মটি রিলিজ করার কথা ভেবেছেন নির্মাতারা।

Related Articles

Back to top button