বাংলা সিরিয়ালবিনোদন

পুজো ও বাগদান নিয়ে ব্যস্ত প্রমিতা ও রুদ্র

×
Advertisement

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বধূবরণ’-এর সূত্র ধরে অভিনেত্রী প্রমিতা ঘরে ঘরে এখন পরিচিত মুখ। এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন অভিনেতা রুদ্রর সাথে। 2018 সালে ‘সাত ভাই চম্পা ‘-র সেটে রুদ্র ও প্রমিতার আলাপ। সেই আলাপ ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। 2021 সালে ভ্যালেন্টাইন্স ডে-তে দুই পরিবারের উপস্থিতিতে প্রমিতা ও রুদ্রর বাগদান সারার কথা চলছে। একটি সংবাদমাধ্যমের ইন্টারভিউ-তে প্রমিতার কাছে পুজোর সাজের টিপস জানতে চাওয়া হলে তিনি বলেন যে,পুজোয় তিনি হাল্কা টাচআপ করবেন এবং কপালে একটি টিপ অবশ্যই পরবেন।অষ্টমীর দিন পরবেন বলে প্রমিতা আগে থেকেই একটি লাল শাড়ি ও হালকা গয়না বেছে রেখেছেন।প্রমিতার এখনো বিয়ে না হলেও প্রতি দশমীর দিন তিনি সিঁদুরখেলায় অংশ নেন। এটি তাঁর নিজস্ব ভালোলাগা।

Advertisements
Advertisement

প্রসঙ্গত,প্রমিতার শৈশব কেটেছে কড়া শাসনের মধ্যে দিয়ে। তিনি বেলগাছিয়া ওলাইচন্ডী বাড়ির মেয়ে। আজ রুদ্রর সাথে তাঁর প্রেমকে তাঁর বাড়ি অনুমোদন দিলেও টিনএজে দুর্গাপূজার সময় কোনো ছেলের দিকে আড়চোখে তাকানোর অনুমতি ছিল না প্রমিতার। প্রমিতা মনে করেন,এই নিয়মানুবর্তিতা আজ তাঁকে সফল করে তুলেছে।

Advertisements

পুরুলিয়ার ছেলে রুদ্র প্রতি বছর দুর্গাপূজায় তাঁর দেশের বাড়ি চলে যান। এই বছর রুদ্র-র সাথে প্রমিতারও পুরুলিয়া যাওয়ার কথা আছে। বাড়ি থেকেও পুরুলিয়া যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছেন প্রমিতা।

Advertisements
Advertisement

প্রমিতা ও রুদ্র যেমন পুজো নিয়ে উত্তেজিত,তেমন আরো অনেকেই পুজোয় আনন্দ করা নিয়ে আশাবাদী। কিন্তু করোনা-আবহে সবাইকে দূরত্ব-বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রশাসন। দেখা যাক,এই বছর প্রমিতা দূরত্ব-বিধি মেনে সিঁদুর খেলতে পারেন কিনা।

Related Articles

Back to top button