ক্রিকেটখেলানিউজ

আইপিএল শুরুর দশ দিন আগেই দুবাই উড়ে গেলেন সৌরভ

Advertisement
Advertisement

কলকাতা: হাতে এখনও দশ দিন বাকি। কিন্তু এতটুকু সময় নষ্ট না করে সমস্ত ব্যবস্থা নিজে খতিয়ে দেখার জন্য দশ দিন আগেই কলকাতা থেকে দুবাই পাড়ি দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের পরিস্থিতি উদ্বেগজনক। তাই সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএলের ভেন্যু হিসেবে বেছে নিয়েছেন সৌরভ ও তাঁর ম্যানেজমেন্ট টিম। যদিও বালির দেশেও করোনা থাবা বসিয়েছে। তবুও সেখানেই এবার বসতে চলেছে আইপিএলের আসর। আর দশ দিন আগে পরিস্থিতি খতিয়ে দেখতে সৌরভ আজ, বুধবার কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন।

Advertisement
Advertisement

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় একটি সেলফি তুলে সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সৌরভ। ছবির ক্যাপশন-এ লেখেন, ‘আইপিএলের কারণে দুবাই যাচ্ছি। দীর্ঘ ছ’মাস পর এটাই আমার প্রথম ফ্লাইট জার্নি।’ মুহুর্তের মধ্যে বোর্ড প্রেসিডেন্টের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisement

https://www.instagram.com/p/CE5nDhGgtWo/?igshid=ioyuasgyt1ft

Advertisement
Advertisement

প্রসঙ্গত, এবারে আইপিএল হওয়া নিয়ে অনেক সমস্যা দেখা দিয়েছিল। ভেন্যু সমস্যা থেকে শুরু করে স্পনসর সমস্যা সবই ভাবাচ্ছিল সৌরভকে। তবে অবশেষে সবকিছুকে সামলে বিদেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত করতে চলেছে বিসিসিআই। আর তাই সরোজমিনে সবকিছু পরিদর্শন করতে দুবাই উড়ে গেলেন সৌরভ।

Advertisement

Related Articles

Back to top button