দেশনিউজ

বিমান যাত্রার নিয়মে বড় পরিবর্তন, প্লেনের ভাড়া থেকে বাদ পড়ল এই ৭টি চার্জ

Advertisement
Advertisement

ভারতীয়দের মধ্যে ট্রেন পছন্দ করার সবচেয়ে বড় কারণ হল কম দামে ট্রেন যাত্রার সুবিধা। দীর্ঘ দূরত্ব ভ্রমণের জন্য ট্রেনে আরামদায়ক যাত্রা করা যায়। তবে সময় স্বল্প থাকলে আমরা অনেকেই প্লেনে যেতে পছন্দ করি, কিন্তু সবার পক্ষে প্লেনের টিকিট কেনা সম্ভব হয় না। প্লেনের টিকিট নিয়ে কিছু নিয়ম রয়েছে। সেগুলো জেনে রাখলে আপনারই সুবিধা হতে পারে।

Advertisement
Advertisement

আপনি সস্তায় বিমানের টিকিট বুকিং করতে পারবেন। আসুন আমরা আপনাকে বলি কম দামে ফ্লাইটের টিকিট কীভাবে কাটতে পারবেন। সাধারণত এসি ট্রেনের টিকিটের দাম ১০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে হয়ে থাকে। যেহেতু, প্লেনের টিকিটের দাম দুই হাজার টাকারও বেশি। যদি সস্তায় বিমানের টিকিট বুক করতে চান তবে আপনি কিছু ওয়েবসাইট বা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন।

Advertisement

airplane ticket rules

Advertisement
Advertisement

আপনি ফ্লিপকার্টে গিয়ে সস্তায় বিমানের টিকিটও বুক করতে পারেন। এর সঙ্গে ই-কমার্স সাইটে ট্রাভেল অপশনে যেতে হবে, এখানে গুগল ফ্লাইটের অপশন পেয়ে যাবেন। এখানে গিয়ে, আপনি ফিল্টার ছাড়াও বৈশিষ্ট্যটি ব্যবহার করে সস্তায় টিকিট বুক করতে পারেন। আপনি যে দিনে যেতে চান তার তারিখ, গন্তব্য লিখুন এবং নোটিফিকেশন চালু করে রাখুন।

এরপর নোটিফিকেশনের মাধ্যমে তথ্য পাওয়া যাবে কখন এবং কত টাকার জন্য বিমানের টিকিট পাওয়া যাবে ইত্যাদি জানতে পারবেন। এসব সাইট ছাড়াও কার্ড অফার বা অন্যান্য ট্রাভেল সাইট ভিজিট করেও এয়ার টিকিট বুক করা যায়। এবার টিকিট কাটার ক্ষেত্রে ‘অপ্ট ইন’ পদ্ধতিতে ভাড়া নিতে হবে উড়ান সংস্থাগুলিকে।

Related Articles

Back to top button