খেলাক্রিকেট

Shreyas Iyer: আইপিএল নিলামের সময় নিজের হৃদ স্পন্দন শুনতে পাচ্ছিলাম

Advertisement
Advertisement

২০২২ আইপিএল (2022 IPL) শুরুর আগে দু’বারের আইপিএল খেতাব জয়ী দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে তরুণ ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বেছে নিয়েছে। এরপর সোমবার কেকেআর অধিনায়ক হিসেবে প্রথমবার নিজের বক্তব্য রাখেন তিনি। মুম্বইকর এই ব্যাটার জানান, কেকেআরের অধিনায়কের পদে আসীন হয়ে তাঁর ঠিক কেমন লাগছে? মুম্বইকর এই ব্যাটারের কথায়, ‘শেষ পর্যন্ত আমায় কেকেআর দলে নেয় এবং সেই অনুভূতি দুর্দান্ত। কেকেআরের সমৃদ্ধশালী ইতিহাসের কথা মাথায় রেখে সেই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত বোধ করছি’।

Advertisement
Advertisement

নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু এরপরেও দেশের খেলোয়াড়ের ওপর ভরসা রেখে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) -এর হাতেই নেতৃত্বভার তুলে দিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এর আগে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করে সবার নজর কেড়েছিলেন ২৭ বছরের শ্রেয়স। ক দিন আগে যখন ১২.২৫ কোটি টাকায় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়সকে দলে নিয়েছিল শাহরুখ খানের দল, তখনই মনে হচ্ছিল তাঁর হাতেই নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে। সেটাই হল।

Advertisement

এর আগে দিল্লি ক্যাপিটালস দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স। চোটের কারণে তিনি গত IPL-এর প্রথম পর্ব খেলেননি, তখন অধিনায়কত্বের ভার তুলে দেওয়া ঋষভ পন্থকে। এরপর দ্বিতীয় লেগেও ঋষভের উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট। আগামীতেও ঋষভের উপরেই ভরসা রাখার কথা জানায় দিল্লি। এরপরই দল ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রেয়স। কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব পেয়ে এদিন শ্রেয়াস আইয়ার জানান,’মেগা নিলামের সময় বুকের হৃদপিন্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। প্রথম থেকেই আমার জন্য লড়াই করেছে কলকাতা নাইট রাইডার্স। এই দলের অংশ হতে পেরে সত্যি আমি গর্বিত। পূর্বের মহান ক্রিকেটারদের ধারক বাহক হিসেবে কাজ করবো আমি।’

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button