Today Trending Newsনিউজরাজ্য

“রাজ্যের জন্য কোভিশিল্ড ৪০০ টাকা, বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা”, জানালো সেরাম ইনস্টিটিউট

কেন্দ্র সরকার ১৫০ টাকা প্রতি ডোজ ভ্যাকসিন কেনে

Advertisement
Advertisement

করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে গতবছর থেকে রীতিমতো নাজেহাল হতে হয়েছে বিশ্ববাসীকে। চলতি বছরের শুরুতে করোনা সংক্রমনের হার তলানিতে ঠেকতে সবাই প্রায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল। আবারো আগের মত কাজকর্ম এবং সাধারন জীবন যাত্রা শুরু করেছিল মানুষ। তবে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। দেশজুড়ে রেকর্ড সংখ্যা পার করেছে দৈনিক সংক্রমনের। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দৈনিক করোনা সংক্রমণ ২ লাখ ৯৫ হাজারের গণ্ডি ছুঁয়েছে। এছাড়া বাংলাতেও করোনা সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। তাই বর্তমানে করোনার টিকা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নতুন গাইডলাইন প্রকাশ করেছে।

Advertisement
Advertisement

গত সোমবার কেন্দ্রীয় সরকারের নয় গাইডলাইন অনুযায়ী জানানো হয়েছিল যে প্রত্যেকটি রাজ্য এবার সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা থেকে টিকা কিনে নিতে পারবে। সেক্ষেত্রে ওই প্রস্তুতকারী সংস্থা ৫০ শতাংশ কেন্দ্রের জন্য রেখে বাকিটা রাজ্যকে বিক্রি করতে পারবে। সেই অনুযায়ী আজ অর্থাৎ বুধবার কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউট প্রত্যেকটি রাজ্যের জন্য তাদের প্রত্যেক ডোজ ভ্যাকসিনের দাম বেঁধে দিয়েছে।

Advertisement

সেরাম ইনস্টিটিউট জানিয়েছে, “আগামী দু’মাসের তারা সীমিত ক্ষমতার বিষয়টি সমাধান করতে উৎপাদনের মাত্রা বৃদ্ধি করব। আগামী দিনে ভারত সরকার আমাদের থেকে ৫০ শতাংশ টীকা নেবে। বাকি ৫০ শতাংশ রাজ্য সরকার ও বেসরকারী হাসপাতাল সরাসরি আমাদের থেকে কিনতে পারবে।” এছাড়াও দাম সম্বন্ধে তারা বলেছে, “রাজ্য সরকার ভ্যাকসিন কিনতে গেলে প্রতি ডোজের জন্য তাদের দাম দিতে হবে ৪০০ টাকা। তবে বেসরকারী হাসপাতাল কিনলে তাদের দিতে হবে ৬০০ টাকা।” তবে জানা গিয়েছে কেন্দ্র সরকার ১৫০ টাকা প্রতি ডোজ ভ্যাকসিন কেনে। এই প্রসঙ্গে মমতা কটাক্ষ করে বলেছেন, “ভ্যাকসিন নিয়ে ব্যবসা করবেন না।”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button