ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

September 2023 new rule: আধার কার্ড আপডেট সহ এই নিয়মগুলি পরিবর্তন হবে সেপ্টেম্বর মাসে, জেনে নিন আগে থেকে

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলবে এই সমস্ত নিয়ম

Advertisement
Advertisement

আগস্টের পরে এবার আসতে চলেছে নতুন মাস সেপ্টেম্বর। সাধারণত প্রতিমাসে দেশে নতুন নতুন আর্থিক নিয়ম তৈরি হয়। সুতরাং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসেও, বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ভারতের আর্থিক ক্ষেত্রে। আধার কার্ড আপডেট থেকে ক্রেডিট কার্ড পর্যন্ত এমন অনেক পরিবর্তন আসতে চলেছে যা সরাসরি সাধারণ মানুষকে প্রভাবিত করবে। চলুন জেনে নেওয়া যাক কি কি পরিবর্তন হতে চলেছে সামনের মাস থেকে এবং কিভাবে সেটা আপনার পকেটে প্রভাব ফেলবে।

Advertisement
Advertisement

আধার কার্ড আপডেট

Advertisement

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার ব্যবহারকারীদের এবারে বিনামূল্যে আধার আপডেট করার একটা সুযোগ দিয়েছে। এতে যে কোন আধার খুব সহজে বিনামূল্যে আপডেট করে ফেলা যাবে। ১৪ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই নতুন সুবিধা উপলব্ধ থাকবে। ইউআইডিএআই সমস্ত আধার ব্যবহারকারীদের অনুরোধ জানিয়েছে যারা দশ বছর ধরে নিজেদের আধার কার্ড আপডেট করছেন না তারা যেন নিজেদের কার্ড আপডেট করে ফেলেন।

Advertisement
Advertisement

২০০০ টাকার জন্য নতুন নিয়ম

ভারতীয় রিজার্ভ ব্যাংক ২ হাজার টাকার নোট বিনিময় এবং জমা করার ক্ষেত্রে চার মাস সময় দিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছিল, এবার ২০০০ টাকার নোট প্রচলন থেকে সরিয়ে নেওয়া হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই নোট পরিবর্তনের সময়সীমা দেওয়া হয়েছে। যাদের কাছে এখন ২০০০ টাকার নোট রয়েছে, তারা খুব সহজেই ব্যাংকে গিয়ে এই নোট পরিবর্তন করতে পারবেন। সেপ্টেম্বর মাসের আগে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে।

প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক

আপনি যদি এখনো পর্যন্ত নিজের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি আপনি করে ফেলতে পারেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, যদি কেউ তার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করেন তবে সে ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে এই প্যান কার্ড সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে। আপনারা এই কার্ড আর ব্যবহার করতে পারবেন না।

ডিম্যট একাউন্ট তালিকাভুক্তি

আপনার প্যান কার্ড এবং আধার কার্ড যদি লিংক না থাকে তাহলে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট এতক্ষণে বাতিল হয়ে যাবে। আপনারা যারা বিনিয়োগের ক্ষেত্রে রয়েছেন তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই অ্যাকাউন্ট আবার নতুন করে চালু করতে পারেন। সেবী ট্রেডিং এবং ডিম্যাট একাউন্টধারীদের জন্য মনোনয়ন বা মনোনয়ন প্রত্যাহারের সীমা ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করেছে। আপনি যদি মনোনয়ন প্রক্রিয়াটি সম্পন্ন শেষ না করে থাকেন তাহলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজটি ভালোভাবে সম্পন্ন করে ফেলুন। সেবি মনোনয়ন ছাড়া আপনি এই অ্যাকাউন্ট নতুন করে চালু করতে পারবেন না।

Advertisement

Related Articles

Back to top button