নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৭.৬% হারে সুদ পাবেন ৪০০ দিনের FD-তে, বিনিয়োগ করুন SBI এর এই স্কিমে

৩১ মার্চ ২০২৪ এর মধ্যে SBI এর এই FD স্কিমে বিনিয়োগ করতে হবে

Advertisement
Advertisement

SBI Amrit Kalash FD, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর একটি জনপ্রিয় স্থায়ী আমানত (FD) স্কিম। ৪০০ দিনের এই স্কিমে আপনি যদি বিনিয়োগ করতে চান, তবে আপনার কাছে মাত্র ২৪ দিনের সময় বাকি আছে। আপনাদের জানিয়ে রাখি, এই স্কিম ২০২৩ সালের ১২ এপ্রিল লঞ্চ করা হয়েছিল। প্রথমে ডেডলাইন ছিল ২৩ জুন ২০২৩। তারপর তারিখ বৃদ্ধি করে ১৫ আগস্ট ২০২৩ এবং পরবর্তীতে ৩১ ডিসেম্বর ২০২৩ করা হয়েছিল। সর্বশেষ বার ডেডলাইন বৃদ্ধি করে ৩১ মার্চ ২০২৪ করা হয়েছে। তাই এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে আপনার কাছে আর মাত্র কিছুদিন সময় বাকি আছে।

Advertisement
Advertisement

SBI এই স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য ৭.১% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬% শতাংশ হারে সুদ দিচ্ছে। এই স্কিমে আপনি ২ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অ্যাকাউন্টধারীরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে তাদের সুদ পেতে পারেন। TDS থেকে কাটা সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। আপনি আয়কর (IT) নিয়ম অনুযায়ী কর কর্তনের ছাড়ের অনুরোধ করতে ফর্ম 15G/15H ব্যবহার করতে পারেন। প্রকল্পের অধীনে, ১৯ বছর বা তার বেশি বয়সের নাগরিকরা তাদের অ্যাকাউন্ট খুলতে পারেন।

Advertisement

SBI ব্যাঙ্কের এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে আপনি Yono অ্যাপ ব্যবহার করতে পারেন। অথবা আপনি আপনার নিকটতম ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খুলতে, আপনাকে আধার কার্ড, পরিচয় প্রমাণ, বয়সের পরিচয় প্রমাণ, আয়ের প্রমাণ, বৈধ মোবাইল নম্বর, পাসপোর্ট আকারের ছবি এবং ই-মেইল আইডি দিতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button