ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর, নির্বাচন শেষ হলেই পাবেন বড় চমক

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিয়ে আসা হতে পারে অষ্টম বেতন কমিশন

Advertisement
Advertisement

আপনি যদি একজন কেন্দ্রীয় কর্মচারী হন তাহলে এই খবরটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচন শেষ হবার পরেও কর্মচারীরা একটা বড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কর্মীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে খুব শীঘ্রই এবং তার সাথেই অষ্টম বেতন কমিশন গঠন হতে পারে। জানিয়ে রাখি লোকসভা নির্বাচনের ফল আসতে চলেছে ৪ জুন তারিখে এবং তারপরেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। নতুন সরকারের বাজেটে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বছরের দ্বিতীয়র্ধে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো একবার বাড়তে পারে। কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বছরে দুবার তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। ইতিমধ্যেই ২০২৪ সালের প্রথমার্ধে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সরকার। এই বৃদ্ধি ছিল ৪ শতাংশ। আর এবারে দ্বিতীয়র্ধের বৃদ্ধি নিয়ে অপেক্ষমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জুলাই থেকে ডিসেম্বর মাসে আরো একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর বা অক্টোবর মাসে এই কেন্দ্রীয় ভাতার ঘোষণা করা হতে পারে। অর্থাৎ ১লা জুলাই থেকে বৃদ্ধি পাবে ভারতের কর্মীদের মহার্ঘ ভাতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ। আগামী অর্ধবছরে যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়, তাহলে মহার্ঘ ভাতা হয়ে যাবে ৫৪ শতাংশ। অন্যদিকে যদি ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পায় তাহলে বর্ধিত মহার্ঘ ভাতা হবে ৫৩ শতাংশ।

Advertisement

একই সাথে কর্মী এবং প্রশিক্ষণ বিভাগের অধীনে কর্মী এবং জন অভিযোগ পেনশন মন্ত্রকের তরফ থেকে ভারতীয় রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার অ্যাসোসিয়েশনের কর্মীদের অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি কেন্দ্রীয় বেতন কমিশন সাধারণত ১০ বছরের ব্যবধানে গঠন করা হয়। যদিও এখনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি অষ্টম বেতন কমিশন তৈরি করার কোন ঘোষণা করা হয়নি, তবে নতুন এই নির্বাচনের পর নতুন সরকার এই প্রস্তাবে গুরুত্ব সহকারে এগোবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button