তৈমুরের ভবিষ্যৎবাণী করলেন স্বয়ং সাইফ আলী খান, জানুন কী বললেন

NCB র জেরার মুখে যখন সারা আলি খান পদপিষ্ট হচ্ছিলেন তখন বাবা সাইফ আলি খান কোথায় ছিলেন? তখন তিনি দিল্লিতে ছিলেন স্ত্রী করিনা ও পুত্র তৈমুরকে নিয়ে। অবশ্য সইফের না…

Avatar

NCB র জেরার মুখে যখন সারা আলি খান পদপিষ্ট হচ্ছিলেন তখন বাবা সাইফ আলি খান কোথায় ছিলেন? তখন তিনি দিল্লিতে ছিলেন স্ত্রী করিনা ও পুত্র তৈমুরকে নিয়ে। অবশ্য সইফের না থাকা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে ইতিমধ্যে। এই ব্যপারে সাইফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি তাঁর তিন ছেলে মেয়ের পাশে সর্বদা আছেন। তাঁর তিন ছেলেমেয়ে বুকের তিনদিকে রয়েছে। এমনকি এও শোনা গেছে যে দিল্লি থেকেই সইফ তাঁর মেয়ের জন্য আইনি পরামর্শ নিয়ে মেয়েকে সাহায্য করেছিলেন। এবারে আসি তৈমুর প্রসঙ্গে।

একদম ছোট থেকেই তৈমুরের বিশাল ফ্যান ফলোয়িং। তৈমুরের ছবি তুলতে পাপারাৎজিরা সবসময় ক্যামেরা নিয়ে মুখিয়ে থাকেন। এদিকে তৈমুরও ক্যামেরার সঙ্গে বেশ কমফোর্টেবল। তৈমুরের দুষ্টু মিষ্টি হাসি, টুকুর টুকুর কথা এই সব কিছুই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এখনও তৈমুর যাই করে তাই হিট।

এখানেই শেষ নয়, তৈমুরের আদলে তৈরি পুতুল পর্যন্ত বিক্রি হয়েছে বিভিন্ন দোকানে। এই প্রসঙ্গে করিনা কাপুর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “তৈমুরের জন্য যদি কেউ রোজগার করতে পারেন, তা হলে আমার ছেলেই পুণ্য অর্জন করছে। পুরো বিষয়টিকে এ ভাবে দেখা ছাড়া আমার এবং সাইফের কাছে আর কোনও উপায় নেই।”

এদিকে তৈমুরের জনপ্রিয়তা দেখে বাবা সাইফ আলি খান ভেবেই বসেছেন তাঁর ছেলে ভবিষ্যতে একজন ভালো অভিনেতা হতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ বলেন, “আমি চাই তৈমুর বড় হয়ে ভাল কোনও কাজ করুক। তবে আমি আশা করি ও একজন ভাল অভিনেতা হবে।”

সাইফের আশা তৈমুর কতটা পূরণ করতে পারবে তা অবশ্যই সময় বলবে, তবে খুব শীঘ্র তৈমুরের খেলার সঙ্গী আসতে চলেছে। বর্তমানে করিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা। ২০২১ এর জানুয়ারিতেই হয়তো ভূমিষ্ঠ হতে পারে সইফের চতুর্থ সন্তান।