ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ঋণের কিস্তি স্থগিতের সময়সীমা আর বাড়াতে রাজি নয় আরবিআই

×
Advertisement

নয়াদিল্লি: করোনা ভাইরাস আঘাত হেনেছে দেশের অর্থনীতিতে। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আর সে কথা মাথায় রেখে লোন মোরাটরিয়ামের সুযোগ দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। কিন্তু এবার সেই ভার আর নিতে রাজি নয় আরবিআই।

Advertisements
Advertisement

আজ, শনিবার সুপ্রিম কোর্টে একটি হলফনামা জমা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক। আর তাতে বলাঅ হোয়েছে, গত ছ’মাস ঋণের কিস্তি স্থগিতের যে সুযোগ ঋণ গ্রহীতাদের দেওয়া হয়েছিল, তা আর বাড়ানো সম্ভব নয়।  কারণ, তা ভবিষ্যতে ঋণদানের ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আর সুপ্রিমকোর্টে এ কথা ঘোষণার পর মধ্যবিত্তদের ফের একবার মাথায় হাত পড়ল, এমনটা বলাই যায়।

Advertisements

প্রসঙ্গত করোনা সংক্রমণে দেশের বেহাল অর্থনীতির কথা মাথায় রেখে দুদফায় মোট ছ’মাসের জন্য ঋণের কিস্তি শোধের ওপরে স্থগিতাদেশ দেয় কেন্দ্র। পাশাপাশি  ওই সময় কিস্তি না দিলেও ঋণের সুদের ওপরে যে সুদ দিতে হয় তা দিতে হবে না বলে গত ৩ অক্টোবর ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু এই সময়সীমা আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়ে দিলো আরবিআই। ফলে এবার স্থগিত করে দেওয়া কিস্তি মেটাতে হবে প্রত্যেক ঋণগ্রহীতাকে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button