Today Trending Newsদেশনিউজ

টাকার নোট শনাক্তকরণে সহায়তা করতে ‘মানি’ অ্যাপ চালু করছে RBI

Advertisement
Advertisement

দৃষ্টিহীনদের টাকার নোট শনাক্তকরণে সাহায্য করতে বুধবার ‘মোবাইল এডেড নোট আইডেন্টিফায়ার’ সংক্ষেপে ‘মানি’ নামের মোবাইল অ্যাপ চালু করলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শশীকান্ত দাস। এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বিনা মূল্যে অ্যান্ড্রয়েড প্লে স্টোর ও আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপ্লিকেশন থেকে নোটটি আসল নাকি জাল তা বোঝা যাবে না বলেই জানা গেছে।

Advertisement
Advertisement

‘ভারতীয় ব্যাংক নোট বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত হয়ে থাকে। দৃষ্টিহীন বা বর্ণান্ধ মানুষও যাতে সহজে নোটগুলো চিনতে পারে তার জন্য নোটের রঙ ও আকার আলাদা আলাদা করা হয়েছে।’ এমনটাই জানা গেছে রিজার্ভ ব্যাংক সূত্রে। এই অ্যাপ্লিকেশনটি ভারতীয় মুদ্রার মহাত্মা গান্ধী সিরিজ ও নতুন মহাত্মা গান্ধী সিরিজের নোটগুলোকে পৃথক করবে। ভাঁজ করা নোটও চিহ্নিত করতে পারবে এই অ্যাপ।

Advertisement

আরও পড়ুন : বছরের শুরুতেই চালু হল ‘এক দেশ এক রেশন কার্ড’

Advertisement
Advertisement

নোট চিহ্নিত করার পর এই অ্যাপটি হিন্দি ও ইংরেজিতে অডিও নোটিফিকেশন দেবে। যার থেকে বর্ণান্ধ ও দৃষ্টিহীন ব্যক্তিরাও সহজেই নোটটি শনাক্ত করতে পারবেন। ‘মোবাইলে ইন্সটল করার পর অ্যাপটি চালাতে আর কোন ইন্টারনেটের প্রয়োজন হবে না। ভয়েস কন্ট্রোলের সাহায্যেও এই অ্যাপটি চালানো যাবে।’ এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের এক আধিকারিক।

Advertisement

Related Articles

Back to top button