খেলাক্রিকেট

KL Rahul: অস্ত্রপাচারে পুরোপুরি সুস্থ রাহুল, জার্মানিতে নির্জনে সময় কাটাচ্ছেন আথিয়া-রাহুল জুটি

চলতি ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে খেলার কথা ছিল কে এল রাহুলের। রোহিত শর্মার সহকারি হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু অনুশীলনের সময়ই তিনি কুঁচকিতে চোট পান।

Advertisement
Advertisement

বর্তমানে ভারতীয় দল ইংল্যান্ড সফরে ব্যস্ত রয়েছে। তবে অসুস্থতার জন্য চলতি সফরে ভারতীয় দলের অংশ হতে পারেননি তারকা ক্রিকেটার কে এল রাহুল। ভারতীয় দল বর্তমানে তাকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের উদ্দেশ্যে লড়াই করছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন পূর্বে স্পোর্টস হার্নিয়া অপারেশনের জন্য জার্মানি গিয়েছিলেন রাহুল। ইতিমধ্যে সফলতার সাথে তার অস্ত্র পাচার সম্পন্ন হয়েছে। কে এল রাহুলের দুঃসময়ে তাঁর সঙ্গে গিয়েছিলেন বহুল আলোচিত আথিয়া শেঠি।

Advertisement
Advertisement

বর্তমানে কে এল রাহুল ভারতীয় দলের অংশ না হলেও উঠে এসেছেন সংবাদ শিরোনামে। এর কারণ অবশ্য আর কিছুই নয়, অস্ত্র পাচারের পরে কে এল রাহুল পুরোপুরি সুস্থ হয়ে একাকীত্বে আথিয়া শেঠির সঙ্গে সময় কাটাচ্ছেন সূদূর জার্মানিতে। সুনীল কন্যা আথিয়া শেঠির সঙ্গে কাটানো সময়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ক্রিকেটপ্রেমীদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী আকাঙ্খা রঞ্জন (Akansha Ranjan)। তিনি তার instagram হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে জার্মানিতে তিনি তাঁর বন্ধু তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি (Athiya Shetty) এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে সময় কাটাচ্ছেন।

Advertisement

বলিউড অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বেশ হাসিখুশি মেজাজে রয়েছেন ভারতীয় সহ অধিনায়ক কে এল রাহুল। শুধুমাত্র আথিয়া শেঠির সঙ্গে নন, আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গেও একাধিক ছবি তুলেছেন কে এল রাহুল। সেইসব ছবি সোশ্যাল মিডিয়ার নজরে আসতেই রীতিমতো ভাইরাল হয়েছে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি, চলতি ভারত-ইংল্যান্ড এজবাস্টন টেস্টে খেলার কথা ছিল কে এল রাহুলের। রোহিত শর্মার সহকারি হিসেবে ভারতীয় দলের দায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু অনুশীলনের সময়ই তিনি কুঁচকিতে চোট পান। চিকিৎসার পরিভাষায় এটাকে ‘স্পোর্টস হার্নিয়া’ বলা হয়। সে কারণে তিনি দলের সতীর্থদের সঙ্গে লন্ডন গামী বিমান ধরতে পারেননি। এরপরই জার্মানিতে যান তিনি। অপেক্ষায় এখন জাতীয় দলে কে এল রাহুলের প্রত্যাবর্তন।

Advertisement

Related Articles

Back to top button