Today Trending Newsনিউজরাজ্য

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে চিহ্নিত পাঁচ পড়ুয়া

Advertisement
Advertisement

গত কাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দোল উৎসবে নিন্দাজনক কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, নিমেষেই ভাইরাল সেই ছবিগুলি ঘিরে তাদের বিকৃত রুচির জন্য সমালোচনা করা হয়। ওই ঘটনায় সিঁথি থানায় অভিযোগ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় যুক্ত পাঁচ ছাত্রছাত্রীকে চিহ্নিত করা হয়েছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ছাত্রছাত্রীরা সকলে হুগলির শ্রীরামপুর কলেজের পড়ুয়া।

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া সেই ছবিগুলিতে দেখা গিয়েছে, শাড়ি পরা কিছু মহিলার খোলা পিঠে আবির দিয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করর রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করা হয়েছে। কয়েকজন যুবকের বুকেও লেখা রয়েছে অশ্লীল শব্দ। এই সব ছবি ছাড়াও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই বেশ কিছু তরুণ-তরুণী রবীন্দ্র সঙ্গীতের প্যারোডি বানিয়ে অশ্লীল শব্দ যোগ করে গান করছে। বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি করা হয় যে ওই তরুণ-তরুণীরা রবীন্দ্রভারতীর পড়ুয়া নন।

Advertisement

আরও পড়ুন : তরুনীদের খোলা পিঠে লেখা অশ্লীল শব্দ, রবীন্দ্র ভারতীর বসন্তোৎসবের সেই ছবি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

Advertisement
Advertisement

গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা  বাইরের কিছু ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ের দুর্নাম করতে চাইছে বলে জানায় এক পড়ুয়া। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার সে কথাও বলে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কোনও উৎসবে বাইরের কাউকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এখানকার পড়ুয়াদের নিয়েই উৎসব হবে। এমনটাই দাবি অনেকের।

তবে শ্রীরামপুর কলেজের ওই ছাত্রছাত্রীরা নিজেরাই এ দিন রবীন্দ্রভারতীতে এসে জানিয়েছেন তারা অনুতপ্ত বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ওই পড়ুয়াদের উপাচার্যের কাছে নিয়ে যাওয়া হবে, তিনি যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। যদিও এই ব্যাপারে উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Advertisement

Related Articles

Back to top button