দেশনিউজ

বিয়ের জন্য রাখা ২ লক্ষ টাকা বাঁচিয়ে ক্ষুধার্ত পরিযায়ী শ্রমিকদের খাওয়ালেন পুনের অটো ড্রাইভার

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – গোটা বিশ্ব করোনার আতঙ্কে কাঁপছে। সরকারি সাহায্য এর পাশাপাশি অনেকেই ব্যাক্তিগত উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন দুর্গতদের। যাদের মধ্যে একজন অক্ষয় কোঠাওয়ালে, ৩০ বছর বয়সী পুনের এক অটো রিকশা চালক। বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছিল ২৫ মে। এই দিনের জন্যই টাকা জমিয়ে ছিলেন একটু একটু করে। এই শহরে প্রথম ৯ই মার্চ এক দম্পতি আসেন দুবাই থেকে। তারা করোনায় আক্রান্ত হয়ে পড়েন। এই অটো চালক সিদ্ধান্ত নেন তিনি তার বিয়ের অনুষ্ঠান বাতিল করবেন।

Advertisement
Advertisement

সাধারনত অনেকের গল্পটা এখানে শেষ হয়ে যায়, কিন্তু এই মানুষটি পরে সিদ্ধান্ত নেন, গরীব এবং পরিযায়ী মানুষের মুখে খাবার তুলে দেবেন তার বিয়ের জন্য জমানো টাকা দিয়ে। যেমন ভাবা তেমন কাজ, বিয়ের জন্য জমানো ২ লক্ষ টাকা দিয়েই এমন পরিকল্পনা। প্রতিদিন সকালে ৩৫০-৪০০ জনের রান্না করে অক্ষয় এবং তার তিন বন্ধু বাড়ি থেকে রওনা দেন। খাবারের তালিকায় কখনো খিচুড়ি, কখনো পোলাও, আবার কখনো সম্বর ভাত। শাক, সব্জিও থাকে যথা গাজর, বাঁধাকপি, বেগুন, আলু তাছাড়াও থাকে নানা মশলা। তারপর অটো করে সেই খাবার নিয়ে তারা অন্তত ৪-৫ টি জায়গায় যায়।

Advertisement

এই কাজটি তারা করছে সেই ২৩ শে মার্চ থেকে। এই লকডাউনেও সে তার অটো চালিয়ে যাচ্ছে। গর্ভবতী নারী, বয়স্কদের বিনামূল্যে পরিষেবা দিয়েছেন। তিনি নিজেও যাতে সুস্থ থাকেন, তাই গালভস, মাস্ক পড়েন। সচেতনতার প্রচার এর জন্য নিজের গাড়ির সাথে মাইক লাগিয়ে সচেতনতার কাজ চালাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে মাস্ক, স্যানিটাইজার প্রদান করেছেন। তার মত মানুষকে স্যালুট জানাতে হয়। বিয়ে নিয়ে প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে, তিলে তিলে জমানো রোজগারের টাকা থেকে। জীবনের এমন একটি সুখকর পর্ব ছেড়ে দিয়ে অনায়াসে অর্থ এবং সর্বোপরি নিজেকে বিলিয়ে দিয়েছেন সর্বসাধারণ এর জন্য।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button