দেশনিউজ

‘ভয়ংকর হবে পরিস্থিতি’ লিখে পোস্টার নির্যাতিতার বাড়িতে

Advertisement

হুমকি দেওয়া পোস্টার পড়লো নির্যাতিতার বাড়িতে। যাতে লেখা, শুনানির দিন দিল্লি কোর্টে গেলে ভয়ঙ্কর পরিণতি হতে পারে নির্যাতিতার। যা উন্নাও কান্ডের চেয়েও ভয়ঙ্কর। এরপরই আতঙ্কে ছড়িয়ে পড়ে উত্তর প্রদেশের ভগপতের ওই নির্যাতিতার বাড়িতে।

ভগপতের পুলিস অফিসার জানিয়েছেন, বছর খানেক আগে দিল্লির মুখার্জিনগরে ওই নির্যাতিতাকে ধর্ষণ করে সোহরান সিং নামে এক ব্যক্তি। তাকে বন্ধুর বাড়ি নিয়ে গিয়ে খাবারের মাদকদ্রব্য মিশিয়ে ধর্ষণ করা হয়েছিল। এবং সেটির ভিডিও তুলেও ব্ল্যাকমেল করা হয়েছে নির্যাতিতাকে।

এসবের পরও নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গতকালই জামিনে মুক্তি পেয়েছে সেই অপরাধী। পুলিশের সন্দেহ এই পোস্টার দেওয়ার পেছনে তারই হাত রয়েছে। তাই আবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর নির্যাতিতার বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত গত সপ্তাহে উন্নাওয়ের নির্যাতিতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল তখম তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এদের মধ্যেই দু’জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। তারা নির্যাতিতাকে মারধর করে এবং গায়ে আগুন লাগিয়ে দেয়। ওই অবস্থায় স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।

পরে দিল্লি সফদরজং হাসপাতালে নিয়ে এলে সেখানেই নির্যাতিতার মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষুব্ধ গোটা দেশ। যোগী আদিত্যনাথের প্রশাসনের বিরুদ্ধেও সমালোচনা করা হয়। তিনি আশ্বাস দিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দোষীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়া হবে।

Related Articles

Back to top button