নিউজরাজ্য

Higher Secondary Exam: এত টাকা দিলে ৭ দিনেই আসবে উচ্চ মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল, জেনে নিন আবেদন প্রক্রিয়া

Advertisement
Advertisement

বুধবার, ৮ মে প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক ২০২৪ (Higher Secondary Exam) এর ফলাফল। দুপুর ১ টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করার পর দুপুর তিনটে থেকে ছাত্রছাত্রীরা দেখতে পেয়েছে তাদের ফলাফল। তবে মার্কশিট আগামী ১০ মে থেকে সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা। যদিও ফলাফল প্রকাশ হওয়ার পরেই পরীক্ষার খাতা স্ক্রুটিনি এবং রিভিউ সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।

Advertisement
Advertisement

ছাত্রছাত্রীদের সুবিধার্থে সংসদের তরফে চালু করা হয়েছে তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ। এই প্রক্রিয়ায় সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ এর তুলনায় অনেক তাড়াতাড়ি ফল জানতে পারা যাবে। তাই যেসব ছাত্রছাত্রীরা তুলনামূলক তাড়াতাড়ি রেজাল্ট স্ক্রুটিনি বা রিভিউ করাতে চান তারা এই প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। তবে এক্ষেত্রে টাকাও লাগবে বেশি।

Advertisement

আগামী ১০ মে দুপুর ২ টো থেকে শুরু হতে চলেছে তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ এর আবেদন প্রক্রিয়া, যা চলবে ১৩ মে মধ্যরাত পর্যন্ত। তৎকাল স্ক্রুটিনির জন্য দিতে হবে ৬০০ টাকা এবং তৎকাল রিভিউ এর জন্য দিতে হবে ৮০০ টাকা। যতগুলি বিষয় রিভিউ বা স্ক্রুটিনি করা হবে ততগুলি বিষয়ের জন্যই দিতে হবে এই টাকা। তবে তৎকাল স্ক্রুটিনি প্রতিটি বিষয়ের জন্য করা গেলেও তৎকাল রিভিউ শুধুমাত্র দুটি বিষয়ের জন্যই করা যাবে। আবেদন করার মাত্র সাত দিনের মধ্যেই তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ এর ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। অন্যদিকে ১০ মে দুপুর ২ টো আবেদন শুরু হবে স্ক্রুটিনি এবং রিভিউ এর, যা চলবে ২৫ মে পর্যন্ত। প্রতিটি বিষয়ে স্ক্রুটিনির জন্য লাগবে ১৫০ টাকা এবং প্রতিটি বিষয়ে রিভিউ এর জন্য লাগবে ২০০ টাকা। আবেদনের এক মাসের মধ্যেই জানা যাবে রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল।

Advertisement
Advertisement

কীভাবে আবেদন করবেন রিভিউ এবং স্ক্রুটিনির জন্য? এর জন্য প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এ যেতে হবে। এরপর Students Login এ ক্লিক করতে হবে। নতুন খোলা পেজে Student Dashboard এর পাশে Sign Up অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে। ফের নতুন পেজ খুললে উপরেই লেখা থাকবে New User Sign Up। তার নীচে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। নাম, মোবাইল নম্বর, ইনস্টিটিউশন কোড, ইমেল আইডি, আধার নম্বর, জন্মতারিখ, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশনের বছর, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিতে হবে। এরপর চেক বক্সে টিক দিয়ে Create Account করলে মোবাইলে ওটিপি যাবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে PPS/PPR ট্যাবে গিয়ে রোল নম্বর এবং মার্কশিট নম্বর দিতে হবে। এরপর Validate Roll No & Marksheet No এ ক্লিক করতে হবে। তারপর রিভিউ বা স্ক্রুটিনির বিষয় সিলেক্ট করে Preview বাটনে ক্লিক করে চেক করে নিতে হবে। এরপর I Accept এ ক্লিক করে সাবমিট করতে হবে। সবশেষে অনলাইনে টাকা জমা দিতে হবে।

Advertisement

Related Articles

Back to top button