দেশনিউজ

দেব দীপাবলিতে অংশ নেওয়ার জন্য বারাণসী সফরে আজ প্রধানমন্ত্রী

Advertisement
Advertisement

বারাণসী: আজ, সোমবার দেব দীপাবলি উৎসব। আর এই উৎসবে যোগ দেওয়ার জন্য আজ বারাণসীর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উৎসবে যোগদানের পাশাপাশি বারাণসী-প্রয়াগরাজে ছয় লেনের হাইওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কার্তিক পূর্ণিমায় বারাণসীর এই আলোর উৎসবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে ইতিমধ্যেই সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কে ১৯ কিলোমিটার এই বাড়তি রাস্তা তৈরি করতে কেন্দ্রের খরচ পড়েছে ২,৪৪৭ কোটি টাকা। সূত্রের খবর, এখানে বিশেষ গঙ্গারতির সময় নদীর দু’পাশে ১১ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এই বিশেষ গঙ্গারতি দেখার জন্য বারাণসীর রাজঘাটে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরের সংস্কারের কাজ কতদূর এগিয়েছে, তাও খতিয়ে দেখবেন মোদি।

Advertisement

সবশেষে সারনাথ ঐতিহাসিক সৌধের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, নভেম্বরের গোড়ার দিকে এর উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীই। তাই বারাণসী সফরে এসে তিনি এই অনুষ্ঠান দেখবেন বলে স্থির করেছেন। সব মিলিয়ে সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী বারাণসী সফর বেশ জমজমাট হতে চলেছে, এমনটা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button